সন্ধ্যার বিমান মধ্যরাতেঃ দুর্ভোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

ফ্লাইবিগের বিলম্বিত বিমানের মধ্যরাতের উড়ানে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন । প্রায় দিনই ফ্লাইবিগের বিমানের উড়ান দীর্ঘ সময় বিলম্বিত হচ্ছে । সেই কারণে মধ্যরাতে উড়ছে ।সোমবার ফ্লাইবিগের উড়ান সোমবারও মধ্যরাতেই গড়িয়েছে । কিন্তু প্রশ্ন উঠেছে রাত ১২ টা , সাড়ে ১২ টায় আগরতলা এমবিবি বিমানবন্দরে নেমে যাত্রীরা এত রাতে কোথায় যাবেন । পুলিশ , প্রশাসন , পরিবহণ দপ্তর কেন এ বিষয়ে নির্বিকার তাও ক্ষুব্ধ যাত্রীরা প্রশ্ন তুলেছেন । আগরতলা কলকাতায় রওয়ানা দেওয়ার নির্দিষ্ট সময় হলো বিকাল ৪ টা ১০ মিনিট । ৭২ আসনের এটিআর বিমানের কলকাতায় পৌঁছতে আকাশেই পুরো এক ঘন্টা লেগে যায় সোমবারও বিলম্বিত এই বিমান রাত ৯ টা নাগাদ আগরতলা থেকে কলকাতায় রওয়ানা হয় । কলকাতা হয়ে বিলম্বিত বিমানটি যাত্রী নিয়ে আগরতলা এমবিবি বিমানবন্দরে রাত ১২ টা নাগাদ অবতরণ করার সময় নির্ধারণ করা হয়েছে বলে রাত ১০ টায় বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ।

আগরতলা এমবিবি বিমানবন্দরে বিমান অবতরণের নির্দিষ্ট সময় ছিল রাত পৌনে সাতটা । তারপর এই বিলম্বিত বিমানটি রাত সাড়ে ১২ টা নাগাদ যাত্রী নিয়ে গুয়াহাটি রওয়ানা দেওয়ার সময় নির্ধারিত হয়েছে । গুয়াহাটি রওয়ানা দেওয়ার নির্দিষ্ট সময় ছিল রাত ৭ টা ১০ মিনিট । প্রায় প্রতিদিন টেকনিক্যাল রিজন দেখিয়ে ফ্লাইবিগ কর্তৃপক্ষ বিমানের উড়ান দীর্ঘ সময় বিলম্বিত করছে । কিন্তু সন্ধ্যার বিমানের মধ্যরাতে পরিষেবা দেওয়ায় যাত্রীদুর্ভোগ চরমে উঠছে । এত রাতে বিমানবন্দরে নেমে যাত্রীরা প্রচণ্ড বিপাকে পড়ছেন । যাত্রী পরিবহণ ব্যবস্থায় সঙ্কটে যেমন করুণ দশায় পড়ছেন তেমনি বিমান বিলম্ব বলে যে ক’টি অটো বিমানবন্দরে থাকে সুযোগ বুঝে ভাড়াও যে যত পারছে অসহায় যাত্রীর কাছ থেকে আদায় করে নিচ্ছে । আবার সব জায়গায় অটো এত রাতে যেতে চায় না । ফলে বিমান থেকে নেমে এত রাতে শিশু , বৃদ্ধ , মহিলা নিয়ে যাত্রীরা এক অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন । এত রাতে মহিলা যাত্রীরাও অটোতে বাড়ি যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন । রাতে বিমানবন্দর টার্মিনালের ভেতর বা বিমানবন্দরে কোনও হোটেল নেই রাত যাপনের । অথচ পুলিশ প্রশাসন , পরিবহণ দপ্তর সবকিছু জেনেশুনেও নির্বিকার । যাত্রীর নিরাপত্তায় ও যাত্রী পরিবহণে বাড়ি পৌছাতে কেউ এগিয়ে আসছে না । দাবি উঠেছে প্রশাসন , পরিবহণ দপ্তর ও পুলিশকে মধ্যরাতের বিলম্বিত বিমানের যাত্রীদের জন্য সব ধরনের পরিষেবা দেওয়ার জন্য ।

Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

7 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

8 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

8 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

8 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

8 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

8 hours ago