সন্ধ্যার বিমান মধ্যরাতেঃ দুর্ভোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

ফ্লাইবিগের বিলম্বিত বিমানের মধ্যরাতের উড়ানে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন । প্রায় দিনই ফ্লাইবিগের বিমানের উড়ান দীর্ঘ সময় বিলম্বিত হচ্ছে । সেই কারণে মধ্যরাতে উড়ছে ।সোমবার ফ্লাইবিগের উড়ান সোমবারও মধ্যরাতেই গড়িয়েছে । কিন্তু প্রশ্ন উঠেছে রাত ১২ টা , সাড়ে ১২ টায় আগরতলা এমবিবি বিমানবন্দরে নেমে যাত্রীরা এত রাতে কোথায় যাবেন । পুলিশ , প্রশাসন , পরিবহণ দপ্তর কেন এ বিষয়ে নির্বিকার তাও ক্ষুব্ধ যাত্রীরা প্রশ্ন তুলেছেন । আগরতলা কলকাতায় রওয়ানা দেওয়ার নির্দিষ্ট সময় হলো বিকাল ৪ টা ১০ মিনিট । ৭২ আসনের এটিআর বিমানের কলকাতায় পৌঁছতে আকাশেই পুরো এক ঘন্টা লেগে যায় সোমবারও বিলম্বিত এই বিমান রাত ৯ টা নাগাদ আগরতলা থেকে কলকাতায় রওয়ানা হয় । কলকাতা হয়ে বিলম্বিত বিমানটি যাত্রী নিয়ে আগরতলা এমবিবি বিমানবন্দরে রাত ১২ টা নাগাদ অবতরণ করার সময় নির্ধারণ করা হয়েছে বলে রাত ১০ টায় বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ।

আগরতলা এমবিবি বিমানবন্দরে বিমান অবতরণের নির্দিষ্ট সময় ছিল রাত পৌনে সাতটা । তারপর এই বিলম্বিত বিমানটি রাত সাড়ে ১২ টা নাগাদ যাত্রী নিয়ে গুয়াহাটি রওয়ানা দেওয়ার সময় নির্ধারিত হয়েছে । গুয়াহাটি রওয়ানা দেওয়ার নির্দিষ্ট সময় ছিল রাত ৭ টা ১০ মিনিট । প্রায় প্রতিদিন টেকনিক্যাল রিজন দেখিয়ে ফ্লাইবিগ কর্তৃপক্ষ বিমানের উড়ান দীর্ঘ সময় বিলম্বিত করছে । কিন্তু সন্ধ্যার বিমানের মধ্যরাতে পরিষেবা দেওয়ায় যাত্রীদুর্ভোগ চরমে উঠছে । এত রাতে বিমানবন্দরে নেমে যাত্রীরা প্রচণ্ড বিপাকে পড়ছেন । যাত্রী পরিবহণ ব্যবস্থায় সঙ্কটে যেমন করুণ দশায় পড়ছেন তেমনি বিমান বিলম্ব বলে যে ক’টি অটো বিমানবন্দরে থাকে সুযোগ বুঝে ভাড়াও যে যত পারছে অসহায় যাত্রীর কাছ থেকে আদায় করে নিচ্ছে । আবার সব জায়গায় অটো এত রাতে যেতে চায় না । ফলে বিমান থেকে নেমে এত রাতে শিশু , বৃদ্ধ , মহিলা নিয়ে যাত্রীরা এক অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন । এত রাতে মহিলা যাত্রীরাও অটোতে বাড়ি যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন । রাতে বিমানবন্দর টার্মিনালের ভেতর বা বিমানবন্দরে কোনও হোটেল নেই রাত যাপনের । অথচ পুলিশ প্রশাসন , পরিবহণ দপ্তর সবকিছু জেনেশুনেও নির্বিকার । যাত্রীর নিরাপত্তায় ও যাত্রী পরিবহণে বাড়ি পৌছাতে কেউ এগিয়ে আসছে না । দাবি উঠেছে প্রশাসন , পরিবহণ দপ্তর ও পুলিশকে মধ্যরাতের বিলম্বিত বিমানের যাত্রীদের জন্য সব ধরনের পরিষেবা দেওয়ার জন্য ।

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

20 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

20 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

21 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

22 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

22 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

22 hours ago