সপ্তম পে কমিশন বঞ্চিত শিক্ষক কর্মচারীরা, বকেয়া ডি এ ২৫%!!

 সপ্তম পে কমিশন বঞ্চিত শিক্ষক কর্মচারীরা, বকেয়া ডি এ ২৫%!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি ও ঘোষণা থাকা সত্ত্বেও বিজেপি ক্ষমতায় আসার সাত বছর হয়ে গেলেও শিক্ষক-কর্মচারীদের ভাগ্য জুটেনি সরাসরি সপ্তম পে কমিশন অনুযায়ী বেতনভাতা।ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী সরাসরি সপ্তম পে কমিশন অনুযায়ী বেতনভাতা না দিয়ে ‘ভার্মা’ কমিটি করে কমিটির সুপারিশ মতো বেতনভাতা প্রদান করে নানাভাবে শিক্ষক-কর্মচারীদের আর্থিকভাবে বঞ্চনা করা হয়েছে।এতে শিক্ষক- কর্মচারীরা গড়ে প্রতি মাসে ন্যূনতম দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন।যেখানে কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারীরা গ্র্যাচুইটি পাচ্ছেন ২০ লক্ষ টাকা, সেখানে রাজ্যের শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী হাউস রেন্ট পাচ্ছেন পদ ও এলাকাভিত্তিক ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা।আর রাজ্যের শিক্ষক-কর্মচারীরা হাউস রেন্ট পাচ্ছেন সর্বোচ্চ তিন হাজার টাকা।কেন্দ্রীয় সরকারের শিক্ষক- কর্মচারীরা এলটিসি পাচ্ছেন চার বছর পরপর।রাজ্যের শিক্ষক-কর্মচারীরা এলটিসি পাচ্ছেন সারা চাকরি জীবনে মাত্র তিনটি।তাছাড়াও কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী মেডিকেল অ্যালাউন্স সহ নানা আর্থিক সুযোগ সুবিধা ঢালাও হারে পেলেও রাজ্যের শিক্ষক- কর্মচারীরা তা পাচ্ছেন নামমাত্র।তাছাড়া কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারীদের বর্তমানে ৫০ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে।রাজ্যের শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন মাত্র ২৫ শতাংশ।ডিএর ক্ষেত্রেও বঞ্চিত রাজ্যের শিক্ষক- কর্মচারীরা। আপাতত রাজ্যের শিক্ষক- কর্মচারীদের ডিএ বঞ্চনা ২৫ শতাংশ মনে হলেও বাস্তবে কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারীদের বেসিক পের সঙ্গে রাজ্যের শিক্ষক- কর্মচারীদের বেসিক পের ব্যবধান ধরে হিসাব করলে ডিএ বঞ্চনার পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ। তাছাড়া কেন্দ্রীয় সরকার প্রতি বছরই জানুয়ারী ও জুলাই মাসে দুবার ডিএ প্রদান করছে।অথচ রাজ্য সরকার মর্জিমাফিক কখনও বছরে একবার আবার কোনও বছর নতুন ডিএ দিচ্ছে না।সব মিলিয়ে রাজ্যে চরমভাবে আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যের নিয়মিত শিক্ষক-কর্মচারীরা। অপরদিকে অনিয়মিত শিক্ষক-কর্মচারীরা আর্থিক বঞ্চনার শিকার হয়ে এক অবর্ণনীয় দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। ধারাবাহিকভাবে আর্থিক বঞ্চনার শিকার হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে শিক্ষক-কর্মচারী মহলে। শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, ২০১৮ সালে নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন সহ নানা প্রতিশ্রুতি ও ঘোষণা দিলেও ক্ষমতায় এসে কোনও প্রতিশ্রুতিই তেমনভাবে পালন করেনি বিজেপি সরকার।নানা কৌশলে শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা করা হয়েছে।পুরাতন পেনশন স্কিম বাতিল করে নয়া পেনশন স্কিম চালু,ডাই-ইন হারনেস স্কিম পরিবর্তন করেও সরকার শিক্ষক-কর্মচারীদের বঞ্চিত করায় শিক্ষক-কর্মচারী মহলে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.