সপ্তাহব্যাপী ঐতিহ্যপূর্ণ খার্চি উৎসব শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতি ও সম্প্রীতির অন্যতম সামাজিক মিলন মেলা খার্চি পুজো । বৃহস্পতিবার পুরাতন হাবেলিতে সপ্তাহব্যাপী এই উৎসবের সূচনা হয় । চিরাচরিত প্রথা ও রীতিনীতি মেনে সকালে হাওড়ার পুণ্যস্নান ঘাটে চতুর্দশ দেবতাকে অবগাহনের মধ্য দিয়ে শুরু হল চতুর্দশ দেবতা পুজো । সকাল এগারোটায় কৃষ্ণমালা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী মেলা ও প্রদর্শনীর সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া । তিনি বলেন , একটা অংশ বিভিন্ন দেবদেবী নিয়েও বিভাজন তৈরির চক্রান্ত করে চলছে । ভগবান বা দেবতার সঙ্গে জাতপাত হয় না ।

কিন্তু মানুষের মধ্যে এটা জনজাতিদের দেবতা , এটা বাঙালিদের দেবতা বলে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে । তিনি বলেন , ভগবান ও ভক্তের জাতপাত হয় না । তাই বিভেদ সৃষ্টিকারীদের চক্রান্তে পা না দেবার আহ্বান জানান তিনি । অনুষ্ঠানে মন্ত্ৰী প্ৰসাদ প্রকল্পে মাতাবাড়ির যেভাবে উন্নয়ন চলছে
সেইভাবে পুরাতন হাবেলিকে কীভাবে সাজিয়ে তোলা যায় সেই উদ্যোগ সরকার গ্রহণ করবে বলে জানান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং । তিনি বলেন , এটা শুধু একটা জাতিগোষ্ঠীর মেলা নয় । খার্চি পুজো ও মেলা সকল অংশের মানুষের মিলন উৎসব ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ রতন চক্রবর্তী হিংসামুক্ত নেশামুক্ত উন্নয়নযুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা , দেবপ্রিয় বর্ধন , জেলাশাসক মহকুমাশাসক জীবনকৃষ্ণ আচার্য , চেয়ারপার্সন পঞ্চায়েত সমিতির বিশ্বজিৎ শীল , সমাজসেবী অমিত নন্দী সহ অন্যরা । খার্চি পুজো ও মেলার প্রথম দিন বিকেলে চতুর্দশ দেবতা বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । তিনি পুজো দিলেন রাজ্যবাসীর মঙ্গল কামনায় । এদিন মন্দিরে পুজো দিলেন মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ , এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা । খার্চি উৎসবের প্রথম দিন সন্ধ্যায় পুরাতন আগরতলায় ব্যাপক লোকসমাগম হয় ।

মেলার প্রথম দিন খবর লেখা পর্যন্ত মেলাকে ঘিরে কোনও অঘটনের খবর নেই। অভিযোগ , চতুর্দশ দেবতা মন্দিরের সামনে পুকুরে বোট নামানো হয়েছে । সেই বোটে পুণ্যার্থীদের ভ্রমণের ব্যবস্থার জন্য ত্রিশ টাকা করে নেওয়া হয়েছে । অথচ শিশু সহ কারোর নিরাপত্তার স্বার্থে বোটে রাখা হয়নি লাইফ জ্যাকেট । যা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । মেলাকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য এলাকার নিরাপত্তা , ব্যবস্থা কঠোর করা হয়েছে । আগামীকাল বৃষ্টিপাত না হলে মেলায় রেকর্ড ভিড় হবে বলে ধারণা মেলা কমিটির তবে ধীরে ধীরে করোনা সংক্রমণ দেশব্যাপী বৃদ্ধি পেলেও খার্চি উৎসবকে ঘিরে কিন্তু করোনাবিধি লাগু করা হয়নি ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

20 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

21 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 days ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

3 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

3 days ago