সফট ড্রিঙ্কসের ব্যবসার সঙ্গে এবারস্মার্টফোন বাজারে আনছে কোকা-কোলা
বিশ্বের সপরিচিত সফট ড্রিঙ্কস চলে কোম্পানি, কোকা-কোলা, খুব শীঘ্রই ভারতে স্মার্টফোন চালু করতে চলেছে। ভারতীয় টিপার, মুকুল শর্মা দাবি করেছেন যে, দ্য কোকা-কোলা কোম্পানি এই বছরের মার্চের প্রথম দিকে, নয়া স্মার্টফোনটি প্রকাশ করতে পারে। প্রযুক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, কোকা-কোলা পতে এই নতুন ফোনটি তৈরি করতে একটি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে।মুকুল ইতিমধ্যেই ফোনের রেন্ডারও প্রকাশ্যে এনেছেন।তাতে এই ফোনের পিছনের ডিজাইন দেখানো হয়েছে। মাইক্রোব্লগিং ওয়েবসাইট ট্যুইটারে একজন ইনফরমেশন লিকার ভিডিও ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘এই দেখুন নতুন কোকা- কোলা ফোন। আমি নিশ্চিত করতে পারি যে, এই স্মার্টফোনটি,এই ত্রৈমাসিকেই ভারতে আত্মপ্রকাশ
করবে।এই নতুন ফোনের জন্য দ্য কোকা-কোলা কোম্পানি একটি স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।’ আর এক ইনফরমেশন লিকার, কোকা-কোলা লোগোসহ, নয়া সেল ফোনের একটি ছবিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গিয়েছে, ফোনের পিছনে একটি ট্যুইন ক্যামেরা সেটআপ রয়েছে।
ফোনের ডান প্রান্তে ভলিউম কন্ট্রোল বাটন রয়েছে। তবে আর কোনো বিশেষ ফোন স্পেসিফিকেশন পাওয়া যায়নি।
একটি পানীয় সংস্থার জন্য, স্মার্টফোন লঞ্চ করার ব্যপারটি খুবই অদ্ভুত লাগলেও, এটি প্রথম ঘটনা নয়, যে, কোন নন-স্মার্টফোন কোম্পানি ইন্ডাস্ট্রিতে স্মার্টফোন রিলিজ করছে। উল্লেখ্য, কিছু সময় আগেই, ওয়ানপ্লাস এবং ওপো তাদের ডিভাইসের ম্যাকলারেন ভার্সন, এবং অ্যাভেঞ্জার্স ভার্সন লঞ্চ করেছিল। অনলাইন পাবলিকেশন অনুসারে, ফাঁস হওয়া কোকা-কোলা স্মার্টফোনটির সম্ভবত ‘রিয়েলমি১০’ এর ফোরজি। এই স্মার্টফোনটির রিলিজ হয়েছিল আগের বছরের নভেম্বরে। এবার তাতে হয়তো প্রযুক্তির পুর্নবিন্যাস বা আধুনিকীকরণ হয়েই ভারতে আসতে পারে কোকা- কোলা’র নয়া স্মার্ট ফোন।সমাজমাধ্যমে ভাইরাল হওয়া খবর অনুসারে (ভাইরাল খবরের সত্যতা দৈনিক সবাদ যাচাই করেনি) রিয়েলমি এর সঙ্গে যৌথভাবে বাণিজ্যিক চুক্তি করেছে কোকা-কোলা। যদি কোকা-কোলার স্মার্টফোনটিকে ‘রিয়েলমি১০’ এর ফোরজি’র মতোই ধরা হয়, তাহলে তাহলে এতে একটি সাড়ে ছয় ইঞ্চি সম্পূর্ণ এইচডির সঙ্গে অ্যামোলেড স্ক্রিন রয়েছে।পুরো স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে ‘মিডিয়াটেক হেলিও’ জানিয়েছেন জি৯৯ প্রসেসর সঙযুক্ত করা হয়েছে। এছাড়াও ৮জিবি পর্যন্ত রযাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং একটি ২-মেগাপিক্সেল সাদা-কালো পোর্ট্রেট ক্যামেরা রয়েছে।