Categories: বিজ্ঞান

সফল ‘ফায়ারিং’ • অপেক্ষায় ল্যান্ডিং, দুপুর দেড়টা চন্দ্রযান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিক্রম।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চাঁদে ৩৫ দিন কাটিয়ে ফেলেছে চন্দ্রযান ৩। ইতিমধ্যেই লাটুর মতো পাক খেতে খেতে তা চাঁদের দিকে এগোচ্ছে। আরও এক পা সফলভাবে এগিয়ে গেল চন্দ্রযান-৩, জানাল ইসরো। আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে করে ফেলল চন্দ্রযান-৩। ইসরোর দেওয়া খবর অনুসারে, চাঁদের চারপাশে চক্কর দেওয়ার কাজ আগেই শেষ হয়েছিল। এবার চন্দ্রযান থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার বিক্রম। ইসরো জানিয়েছে, যেমনটা নির্দেশ ছিল, সেই মতোই এদিনের সফল ফায়ারিং-এর ফলে প্রোপালশন মডিউল থেকে ল্যান্ডার মডিউল আলাদা হয়ে যায়। প্রোপালশন মডিউলটি চন্দ্রের কক্ষপথ থেকে পৃথিবীর বর্ণালী এবং পোলারিমেট্রিক পরিমাপ অধ্যয়ন করবে। ফলে চাঁদের কাছে ভারতের স্যাটেলাইট সংখ্যা এখন দু’য়ের বদলে তিন। এই মডিউল ল্যান্ডার এবং রোভারকে ইনজেকশন কক্ষপথ থেকে ১০০ কিলোমিটার চন্দ্র কক্ষপথ পর্যন্ত বহন করবে। স্পেকট্রো-পোলারিমেট্রি অফ হ্যাবিটেট প্ল্যানেটারি আর্থ (শেপ) পেলোডও বহন করছে এটি। ইসরো জানিয়েছে, শেপ এর লক্ষ্য বিভিন্ন এক্সো- প্ল্যানেটের অনুসন্ধান করা। যার সহজ অর্থ চাঁদে প্রাণের সন্ধান করা।ইসরোর তরফ থেকে জানানো হয়েছে; এবার প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলের আলাদা হয়ে গেল। চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফট ল্যান্ডিং অর্থাৎ পালকের মতো অবতরণ করানোই মূল লক্ষ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। সহজ কথায় বলতে গেলে চন্দ্রযান-৩ থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার ‘বিক্রম’। তারপর ২৩ আগস্ট পালকের মতো হালকা স্পর্শে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। শেষে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের দক্ষিণ মেরুতে নামানো হবে চন্দ্রযান-৩’কে।প্রোপালশন মডিউল থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় ল্যান্ডার আলাদা হয়ে যাওয়ার পরই শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু হল। কারণ ল্যান্ডারই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। যে ল্যান্ডারের পেটের মধ্যে আছে ‘প্রজ্ঞা’। চাঁদে অবতরণের পর ল্যান্ডারের পেট থেকে প্রজ্ঞা বেরিয়ে আসবে। সেই প্রজ্ঞা চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে চালাবে বিভিন্ন পরীক্ষা। বৃহস্পতিবার থেকে একেবারে ‘ফাইনাল কাউন্টডাউন’ শুরু হয়ে গেল। তারপর ক্রমশ টেনশন বাড়বে। চাঁদের দিকে নেমে আসবে ল্যান্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩।তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম পা রাখবে কিনা, তা নিশ্চয়তা নেই। কারণ গত সপ্তাহেই রাশিয়া একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে।সবকিছু ঠিকঠাক থাকলে চন্দ্রযান-৩’কে ‘ওভারটেক করে চাঁদে নামতে পারে রাশিয়ার ‘লুনা ২৫’। যা ২১ আগস্ট চাঁদে অবতরণ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইসরোর কাছে কঠিন চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান-৩’কে অবতরণ করানো। এর আগের অভিযানে ব্যর্থ হয়েছে ইসরো। তাই এবার বাড়তি সতর্ক ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “যে অবতরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল যখন ল্যান্ডারের বেগ কমিয়ে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চূড়ান্ত অবতরণের পথে নিয়ে আসা হবে। এই সময় মহাকাশযানটিকে অনুভূমিক থেকে উল্লম্ব পথে এনে চাঁদের মাটিতে নামানো হবে।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

8 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

8 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

9 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

9 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

9 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

9 hours ago