Categories: বিজ্ঞান

সবচেয়ে শক্তিশালী রকেটের বিস্ফোরণ

এই খবর শেয়ার করুন (Share this news)

বিশ্বে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের তিন মিনিট পরেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে আটটায় রকেটটি বিস্ফোরিত হয়। দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উৎক্ষেপণ মঞ্চ থেকে সফলভাবেই যাত্রা করেছিল মনুষ্যবিহীন রকেটটি। তিন মিনিট ধরে আকাশে ওঠার পর এর বুস্টারটি পরিকল্পনামতো উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হতে ব্যর্থ হয়।


তখনই মাঝ আকাশে ঘটে বিস্ফোরণ। এর আগে সোমবার সকালে মেক্সিকো বি উপসাগরের তীরবর্তী যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের বোকাচিকা থেকে উৎক্ষেপণ করা হবে।পরিকল্পনা অনুসারে রকেটের উপরের অংশটি পূর্ব দিকে যাবে এবং সম্পূর্ণ পৃথিবী একবার প্রদক্ষিণ করে সাগরে নেমে আসবে। প্রায় ১২০ মিটার বা ৪০০ ফুট উঁচু এই বিশালাকায় রকেট তৈরি করেছে মার্কিন উদ্যোগ ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি। মানুষে তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী এই রকেট উৎক্ষেপণের সময় যে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে তার পরিমাণ এখন পর্যন্ত যত রকেট তৈরি হয়েছে তার প্রায় দ্বিগুণ।কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট আগে জানানো হয়, রকেটটিতে তরল গ্যাসের জ্বালানির সঠিক চাপ রক্ষা করে এমন একটি ভাল্ব জমে গিয়েছে এবং ঠিকমতো কাজ করছে না। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে উৎক্ষেপণের সময় পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছিলেন আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। সেই অনুসারে গতকাল উৎক্ষেপণ মঞ্চ থেকে সফলভাবেই যাত্রা করে মনুষ্যবিহীন রকেটটি বিস্ফোরিত হয়। ধ্বংস হয়ে যাওয়া স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি। ২০২৫ সালের মধ্যে নাসার তিন নভোচারীকে ওই রকেটে করেই চাঁদে পাঠানোর কথা। স্পেস এক্স বলেছে তাদের বিশেষজ্ঞরা এবারের উৎক্ষেপণের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী উৎক্ষেপণের প্রস্তুতি নেবেন। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক অবশ্য বলেছেন, এবারের উৎক্ষেপণ থেকে পরবর্তী উৎক্ষেপণের জন্য অনেক কিছুন শেখা সম্ভব হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago