Categories: বিজ্ঞান

সবচেয়ে শক্তিশালী রকেটের বিস্ফোরণ

এই খবর শেয়ার করুন (Share this news)

বিশ্বে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের তিন মিনিট পরেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে আটটায় রকেটটি বিস্ফোরিত হয়। দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উৎক্ষেপণ মঞ্চ থেকে সফলভাবেই যাত্রা করেছিল মনুষ্যবিহীন রকেটটি। তিন মিনিট ধরে আকাশে ওঠার পর এর বুস্টারটি পরিকল্পনামতো উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হতে ব্যর্থ হয়।


তখনই মাঝ আকাশে ঘটে বিস্ফোরণ। এর আগে সোমবার সকালে মেক্সিকো বি উপসাগরের তীরবর্তী যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের বোকাচিকা থেকে উৎক্ষেপণ করা হবে।পরিকল্পনা অনুসারে রকেটের উপরের অংশটি পূর্ব দিকে যাবে এবং সম্পূর্ণ পৃথিবী একবার প্রদক্ষিণ করে সাগরে নেমে আসবে। প্রায় ১২০ মিটার বা ৪০০ ফুট উঁচু এই বিশালাকায় রকেট তৈরি করেছে মার্কিন উদ্যোগ ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি। মানুষে তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী এই রকেট উৎক্ষেপণের সময় যে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে তার পরিমাণ এখন পর্যন্ত যত রকেট তৈরি হয়েছে তার প্রায় দ্বিগুণ।কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট আগে জানানো হয়, রকেটটিতে তরল গ্যাসের জ্বালানির সঠিক চাপ রক্ষা করে এমন একটি ভাল্ব জমে গিয়েছে এবং ঠিকমতো কাজ করছে না। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে উৎক্ষেপণের সময় পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছিলেন আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। সেই অনুসারে গতকাল উৎক্ষেপণ মঞ্চ থেকে সফলভাবেই যাত্রা করে মনুষ্যবিহীন রকেটটি বিস্ফোরিত হয়। ধ্বংস হয়ে যাওয়া স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি। ২০২৫ সালের মধ্যে নাসার তিন নভোচারীকে ওই রকেটে করেই চাঁদে পাঠানোর কথা। স্পেস এক্স বলেছে তাদের বিশেষজ্ঞরা এবারের উৎক্ষেপণের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী উৎক্ষেপণের প্রস্তুতি নেবেন। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক অবশ্য বলেছেন, এবারের উৎক্ষেপণ থেকে পরবর্তী উৎক্ষেপণের জন্য অনেক কিছুন শেখা সম্ভব হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

19 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

20 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

21 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago