সবজি খেতে পোকার আক্রমণ বাজারে মূল্য হ্রাস, উদ্বেগ!!

 সবজি খেতে পোকার আক্রমণ বাজারে মূল্য হ্রাস, উদ্বেগ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিভিন্ন
অঞ্চলে সবজি চাষিদের ফসলে নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে। বামুটিয়া কৃষি মহকুমাধীন এলাকার রাঙ্গুটিয়া, তেবারিয়া, গোচামুড়া, জলিলপুর, নোয়াগাঁও, কামালঘাট, শান্তিপাড়া, ফটিকছড়া, কালাপানিয়া, লেম্বুছড়া, বেড়িমুড়া, দুর্গাবাড়ি, বাঘলপুর, বামুটিয়া, লক্ষ্মীলুঙ্গা গ্রামে ঘুরে দেখা গেছে সবজি চাষিদের জমিতে পোকার আক্রমণ রোধে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। মোহনপুর মহকুমা এলাকার জাতি- উপজাতি অঞ্চলে শিম, ক্ষীরা, কপি, বেগুন, আলু, লাউ, টমেটো, মটরশুঁটিসহ নানা ধরনের শীতকালীন ফসল প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। মোহনপুর মহকুমাধীন বামুটিয়া, মোহনপুর, সিমনা বিধানসভা এলাকার গ্রাম- পাহাড় সমতলে শুক্র ও শনিবার ঘুরে জাতি উপজাতি অনেক চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একদিকে হাটবাজারগুলিতে সবজির দাম হ্রাস পাওয়ায় উৎপাদিত ফসল রাজারজাত করে লাভবান হচ্ছে না কৃষকরা। অপরদিকে বিভিন্ন রোগ ও পোকার আক্রমণে দিশাহারা চাষিরা।মোহনপুর মহকুমাধীন বামুটিয়া কৃষি, প্রধান এলাকা হওয়ায় অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। বামুটিয়া বিধানসভা এলাকার বাঙালি, মণিপুরীসহ উপজাতি অংশের বেশিরভাগ মানুষই সবজি, ধান উৎপাদন করে থাকেন।মোহনপুর মহকুমা এলাকা ঘুরে এক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে চাষিরা সবজি ফসল বাজারজাত করেও পরিবার পালনে আর্থিক সংকটে ভুগছে। বুধবার, রবিবার, শুক্রবার, শনিবার হেজামারা, কামালঘাট কালীবাজার সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায় মোহনপুর মহকুমাধীন বিভিন্ন অঞ্চলের জাতি উপজাতি কৃষক নানাধরনের সবজি খুবই সস্তা দরে বিক্রির পরে অনেকেই মন খারাপ করে বাড়ি ফিরছে। কালীবাজারে সবজির জোগান অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের মুখে হাসি সবজির দাম হ্রাস পাওয়ায়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.