সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত!!
অনলাইন প্রতিনিধি :-ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ভোর রাতে। ১৩০০ যাত্রী নিয়ে সবরমতী এক্সপ্রেস যাত্রা শুরু করেছিল। দূর্ঘটনায় ছিটকে যায় সবরমতী এক্সপ্রেসের ২২ টি বগি। বারাণসী থেকে সবরমতী যাচ্ছিল ট্রেনটি। সবরমতী এক্সপ্রেস শুক্রবার রাত আড়াইটে নাগাদ বেলাইন হয় কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝখানে। ইঞ্জিনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বোল্ডারের, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিন। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই, জানিয়েছে রেল। দুর্ঘটনার পর ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চলছে, জানিয়েছে রেল।