অনলাইন প্রতিনিধি :-সকলের মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান করতে চায় বর্তমান রাজ্য সরকার। সবাইকে একসাথে নিয়েই পথ চলতে চায় এই সরকার।রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা বর্তমান তাদের অন্যতম উদ্দেশ্য।সেই লক্ষ্য নিয়েই মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন এই সরকার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারাবাহিক কার্যক্রম ‘মন কি বাত’ এর ১১৩তম সংস্করণ সম্প্রসারণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রামনগর মণ্ডলের উদ্যোগে রাজধানীর বিজয়কুমার বালিকা বিদ্যালয়ের হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রম শ্রবণ করেন তিনি।
কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা ইন্দ্রনগরের সাহসী যুবক চিরঞ্জিত দের সাহসিকতার প্রসঙ্গ তুলে ধরেন।তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে জলে নেমে অন্যদের উদ্ধার করতে গিয়ে
নিজের জীবন উৎসর্গ করেছেন ৩০বছরের এই যুবক।এদিন তার বাড়িতে তিনি গেছেন। তার মা বাবাও শারীরিকভাবে অসুস্থ। তাদের শান্তনা দেওয়ার মতো ভাষা ছিল না। মুখ্যমন্ত্রী বলেন, সে যে কাজ করে গিয়েছে তাকে সারা জীবন মানুষ মনে রাখবে।রাজ্য সরকার তাদের পরিবারের পাশে থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, তাদের বাড়ি গিয়ে তিনি ভারাক্রান্ত হয়েছেন এবং গর্বও অনুভব করেছেন।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার মন কি বাত কার্যক্রমে অনেক কথা বলেছেন।তিনি বিভিন্ন অজানা বিষয় ও তথ্য মানুষের কাছে উত্থাপন করেন। গোটা ভারতবর্ষকে একসূত্রে বাঁধবার জন্য এই কাজ করছেন তিনি।বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত কার্যক্রমে সবার কাছে এসব বিষয় তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার হৃ একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে রাজ্য, জেলা, মহকুমা এবং ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত ই-অফিস সংযুক্ত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়েছে।এর পাশাপাশি ‘আমার সরকার’ কর্মসূচিও খুব ভালোভাবে রূপায়িত হয়েছে।দিল্লীতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীদের সম্মেলনে এ বিষয়ে তাঁকে আলোচনা করতে হয়েছে।মূলত, জনগণের সঙ্গে যাতে তাদের জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব তৈরি না হয় সেজন্য আমার সরকার ভাবনা বাস্তবায়িত করা হয়েছে।অর্থাৎ এই সরকার আমাদের সরকার এই ভাবনা যাতে সবার আসে এরজন্যই এটা করা হয়েছে। রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এই সরকারের অন্যতম উদ্দেশ্য।সেই লক্ষ্য নিয়েই মানুষের কল্যাণে কাজ করছে এই সরকার।
মুখ্যমন্ত্রী ডা. সাহা আরও বলেন, ত্রিপুরায় এবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। যে কারণে গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।প্রায় ৪৯৩ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়েছে এখানে। যা আগে কখনও হয়নি। আর বন্যা পরিস্থিতি মোকাবিলায় সারা রাত জেগে মনিটরিং হয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় অফিসারেরা কাজের স্পৃহা নিয়ে এগিয়ে এসেছেন।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয়। কিভাবে একজন প্রধানমন্ত্রী মাসের শেষে দেশের মানুষের সঙ্গে কথা বলেন।তিনি গুরুত্ব দিয়েছেন গরিব, যুব, কৃষক ও মহিলা এই চারটি শ্রেণীর বিশেষ উন্নয়নে।এদিন মন কি বাত কার্যক্রমে হর ঘর তিরঙ্গা, অপচনশীল সামগ্রীর পুনর্ব্যবহার, প্রকৃতি সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…
অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…
অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…
আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…
অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…