অনলাইন প্রতিনিধি:-রাজধানী শহর দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মধ্যে থাকা অনেক শহরেই বায়ু দূষণের মাত্রা অনেক বেশি। সেই দূষণ রোধে নানা ব্যবস্থাও নেওয়া হচ্ছে।কিন্তু পার্শ্ববর্তী অনেক শহরেই দূষণের মাত্রা বেড়ে গেলেও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনেকটাই নিম্নগামী সাহারানপুরে।টানা দশদিনের সমীক্ষায় দেখা গিয়েছে, সাহারানপুরে একিউআই-এর মাত্রা ১০০ থেকে ১৯০-এর মধ্যে ঘোরাফেরা করেছে।
কিন্তু দিল্লিতে এই মাত্রা ৪০০ অতিক্রম করেছে,গাজিয়াবাদে এবং মীরাটে এই মাত্রা ৩৫০ এবং শামলি, বুলন্দশহর এবং বাঘপত জেলায় এই মাত্রা ২৫০।সেই তুলনায় সাহারানপুরে এই মাত্রা অনেকটাই নিচের দিকে। পরিবেশ বিশেষজ্ঞ এবং দূষণ দূষণ নিয়ন্ত্রণ আধিকারিকরা জানাচ্ছেন, সাহারানপুরের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই এখানকার দূষণের মাত্রা তুলনামূলকভাবে এতটা কম,এখানকার বিশাল এলাকাজুড়ে সবুজের সমারোহ, খুব কাছেই শিবালিক রেঞ্জ বনাঞ্চল, একটা বড় অংশ জুড়ে গ্রামীণ এলাকা এবং আরও কিছু কারণের জন্য সাহারানপুরে দূষণের মাত্রা অন্য শহরের থেকে কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।দিল্লি-দেরাদুন হাইওয়ের কাছেই অবস্থিত সাহারানপুর এবং দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে রয়েছে এই জেলা। আবার হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে আসতে হলে এই সাহারানপুরই হল প্রবেশপথ। সাহারানপুর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক আধিকারিক অঙ্কিত সিং জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাগুলির থেকে এই জেলার জলবায়ুর পরিস্থিতি অনেকটাই আলাদা এবং এই জেলা কিছুটা উঁচুতে অবস্থিত।এর পাশাপাশি শিবালিক বনাঞ্চল রেঞ্জের সবুজায়নের কারণেও এখানে বায়ু দূষণ অনেকটাই কম। এই আধিকারিক আরও জানিয়েছেন,জেলার ট্র্যাফিক পরিষেবাও অনেক উন্নত।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…