অনলাইন প্রতিনিধি:-রাজধানী শহর দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মধ্যে থাকা অনেক শহরেই বায়ু দূষণের মাত্রা অনেক বেশি। সেই দূষণ রোধে নানা ব্যবস্থাও নেওয়া হচ্ছে।কিন্তু পার্শ্ববর্তী অনেক শহরেই দূষণের মাত্রা বেড়ে গেলেও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনেকটাই নিম্নগামী সাহারানপুরে।টানা দশদিনের সমীক্ষায় দেখা গিয়েছে, সাহারানপুরে একিউআই-এর মাত্রা ১০০ থেকে ১৯০-এর মধ্যে ঘোরাফেরা করেছে।
কিন্তু দিল্লিতে এই মাত্রা ৪০০ অতিক্রম করেছে,গাজিয়াবাদে এবং মীরাটে এই মাত্রা ৩৫০ এবং শামলি, বুলন্দশহর এবং বাঘপত জেলায় এই মাত্রা ২৫০।সেই তুলনায় সাহারানপুরে এই মাত্রা অনেকটাই নিচের দিকে। পরিবেশ বিশেষজ্ঞ এবং দূষণ দূষণ নিয়ন্ত্রণ আধিকারিকরা জানাচ্ছেন, সাহারানপুরের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই এখানকার দূষণের মাত্রা তুলনামূলকভাবে এতটা কম,এখানকার বিশাল এলাকাজুড়ে সবুজের সমারোহ, খুব কাছেই শিবালিক রেঞ্জ বনাঞ্চল, একটা বড় অংশ জুড়ে গ্রামীণ এলাকা এবং আরও কিছু কারণের জন্য সাহারানপুরে দূষণের মাত্রা অন্য শহরের থেকে কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।দিল্লি-দেরাদুন হাইওয়ের কাছেই অবস্থিত সাহারানপুর এবং দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে রয়েছে এই জেলা। আবার হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে আসতে হলে এই সাহারানপুরই হল প্রবেশপথ। সাহারানপুর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক আধিকারিক অঙ্কিত সিং জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাগুলির থেকে এই জেলার জলবায়ুর পরিস্থিতি অনেকটাই আলাদা এবং এই জেলা কিছুটা উঁচুতে অবস্থিত।এর পাশাপাশি শিবালিক বনাঞ্চল রেঞ্জের সবুজায়নের কারণেও এখানে বায়ু দূষণ অনেকটাই কম। এই আধিকারিক আরও জানিয়েছেন,জেলার ট্র্যাফিক পরিষেবাও অনেক উন্নত।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…