সব ব্যাঙ্কে তালা, দুর্ভোগ চরমে!!

অনলাইন প্রতিনিধি:-মহকুমা ও জেলা প্রশাসনের কর্তাদের উদ্ভট সিদ্ধান্তের আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অমরপুর মহকুমা জুড়ে।মহকুমার প্রায় সবগুলি ব্যাঙ্কের শাখায় তালা ঝুলছে। ফলে ইংরেজি মাসের শুরুতে এবং বাংলা অর্থ বছরের শেষ পর্বে তথা চৈত্র মাসের লেনদেনে চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি অমরপুর বাসিরা। মহকুমার বিভিন্ন ব্যাঙ্কের শাখায় কর্মরত প্রায় সমস্ত ব্যাঙ্ক কর্মীরা একসাথে ভোটের প্রশিক্ষণ নিতে চলে যাওয়ায়, গোটা মহকুমা জুড়ে আর্থিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেই সরকারি কর্মচারী থেকে সামাজিক ভাতা প্রাপকরা সহ সাধারণ গ্রাহকরা ব্যাঙ্কের শাখা গুলিতে গিয়ে তালা ঝুলতে দেখে হতবাক হয়ে যায়।