সভাপতিকে ছাড়াই টিসিএ ‘র বৈঠক ঘিরে গুঞ্জন!!!

সভাপতি কে ছাড়াই মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করছেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কমিটির সদস্যরা।

কেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কে রাখা হলো না? সেই বিষয় নিয়ে ক্রিকেট মহলে চলছে গুঞ্জন। সভাপতি কে একদিন আগে বৈঠক সম্পর্কে জানানো হয়েছিল।

তাই তিনি এই বৈঠক না করার জন্য ক্রিকেটে এসোসিয়েশনের সম্পাদককে বলেছিলেন। কিন্তু সম্পাদক তা শুনেই মঙ্গলবার বৈঠক করেছেন। পরে এই বৈঠক নিয়ে সভাপতি তপন লোধ বললেন, টিসিএ’র গাইড লাইন মোতাবেক এই বৈঠক অবৈধ।

এদিকে, সভাপতিকে ছাড়া টিসিএ’র অ্যাপেক্স কমিটির বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই টিসিএ ঘেরাও করলো শহরের কিছু ক্লাব।