সভাপতি ও জল্পনা

এই খবর শেয়ার করুন (Share this news)

কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে একদিকে শশী থারুর, অশোক গেহলটের মতো নেতাদের তৎপরতা , অন্যদিকে রাহুল শশী গান্ধীকেই পরবর্তী কংগ্রেস সভাপতি পদে বসানোর তোড়জোড় । ফলে শুধু জনমনেই নয় , দেশব্যাপী কংগ্রেস কর্মীদের মধ্যেও এ নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে । খবরে প্রকাশ , রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে বসানোর জন্য রাজ্যে রাজ্যে প্রস্তাব পাস করানো হচ্ছে । রাজ্যে রাজ্যে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক ডেকে প্রস্তাব পাস করানো হচ্ছে । সেই প্রস্তাব পাঠানো হচ্ছে এআইসিসির কাছে । পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী , আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া । অর্থাৎ মনোনয়ন তোলা , জমা দেওয়া ইত্যাদির কাজ শুরু হবে । ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর । এখনও পর্যন্ত যতটুকু খবর , কংগ্রেস নেতা শশী থারুর এবং অশোক গেহলট সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । শুধু তাই নয় , তারা নাকি ইতিমধ্যেই দলের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমতিও নিয়েছেন। আবার উল্টোদিকে রাজ্যে রাজ্যে দাবি ও স্লোগান উঠছে রাহুল গান্ধীকেই ফের সভাপতি পদে চাই । রাজনৈতিক বিশ্লেষকদের মতে , এ ধরনের উদ্যোগ ও প্রক্রিয়া বহুবার কংগ্রেসের অন্দরে হয়েছে । স্বাধীনতার আগে ও পরে বহুবার এমন প্রথা দেখা গেছে । এবারও একই প্রবণতা ও প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে । আগেও প্রদেশ কংগ্রেস স্তর থেকে প্রাথমিকভাবে দাবি তোলা হয়েছে । তারপর একের পর এক রাজ্য কংগ্রেসের সভায় প্রস্তাব পাস করানো হয় এবং সেটিই পরবর্তী সময়ে পাস হয়েছে এআইসিসিতে । খবরে প্রকাশ , গতকাল সোমবার মহারাষ্ট্রের কংগ্রেস নেতৃত্ব ওই একইভাবে প্রস্তাব পাস করিয়েছে । তার আগে রাজস্থান , ছত্তিশগড়ে হয়েছে । তামিলনাড়ু , বিহারেও একই ছবি । এমনকি গুজরাট কংগ্রেসও জানিয়ে দিয়েছে যে , রাহুল গান্ধীকে ছাড়া অন্য কার্ডকে মেনে নেওয়া হবে না সভাপতি হিসাবে । এভাবে একের পর এক রাজ্য থেকে যেভাবে রাহুল গান্ধীর সমর্থনে এবং দাবিতে প্রস্তাব পাস হচ্ছে , তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে ? প্রশ্ন উঠেছে , এআইসিসি সেই পুরানো প্রক্রিয়ার দিকেই এগিয়ে যাচ্ছে না তো ? এখানেই শেষ নয় , রাজনৈতিক মহলেও এ নিয়ে জল্পনা শুরু হয়েছে । এই পরিস্থিতিতে আদৌ নির্বাচন সম্ভব হবে তো ? কংগ্রেস বিরোধীরা অবশ্য বিষয়টিকে অন্যভাবে দেখছে । তাদের মতে , এই সবের পিছনে রয়েছে আদতে গান্ধী পরিবারের প্রচ্ছন্ন মদত ও প্ররোচনা । সভাপতি নির্বাচন প্রক্রিয়াটি আদতে আইওয়াশ ছাড়া কিছুই নয় । একদিকে শশী থারুর , অশোক গেহলটের মতো নেতাদের তৎপরতা , উল্টোদিকে রাহুলকেই চাই বলে স্লোগান ও দাবি । সব মিলিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । সবথেকে বড় কথা হচ্ছে , সভাপতি হতে রাহুল গান্ধীর আপত্তির মধ্যে কতটা জোড় রয়েছে— সেটাও একটা বড় প্রশ্ন । এমনও হতে পারে , পরবর্তী সময় যাতে তার নেতৃত্ব নিয়ে দলের মধ্যে কোনও প্রশ্ন বা মতবিরোধ তৈরি না হয় , তার জন্যই রাহুল আগে থেকে জল মেপে নিতে চাইছেন ? এমন সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না । তবে যত দিন এগুচ্ছে জল্পনা কিন্তু বাড়ছে । এখন দেখার শেষ পর্যন্ত কি হয় ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

3 hours ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

12 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

12 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

12 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

13 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

13 hours ago