সভাপতি পদে গেহলট? নয়া জল্পনা!
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কি কংগ্রেসের পরবর্তী সভাপতি হচ্ছেন ? এ নিয়ে জল্পনা ছড়িয়েছে । খোদ অশোক গেহলট দাবি করেছেন কে জানে আগামীতে কী হতে যাচ্ছে । সম্প্রতি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । এরপরই জল্পনা ছড়িয়েছে যে অশোক গেহলট কি তাহলে পরবর্তী কংগ্রেস সভাপতি হচ্ছেন ? যদিও অশোক গেহলট জানান , সোনিয়া গান্ধী খুব শীঘ্রই বিদেশ যাচ্ছেন তার শারীরিক সমস্যার চিকিৎসা করাতে । এর আগে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আমি এবং কেসি বেণুগোপাল সম্প্রতি তার সাথে দেখা করে আসি । এরপর আমরা গুজরাট যাই । তাকে কংগ্রেস সভাপতি করা হবে কিনা এ প্রশ্নে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন , এ নিয়ে মিডিয়ায় জোর চর্চা হচ্ছে । আপনারা চর্চা চালিয়ে যান । কেউ কি বলতে পারে আগামীদিন কী হতে চলেছে । বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্রীগেহলট বলেন , বর্তমানে তার উপর অতিরিক্ত একটি দায়িত্ব বর্তেছে । মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য সিনিয়র অবজারভার । তিনি অবশ্য জানান , রাজস্থানে যাতে ফের কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হতে পারে সেজন্য তিনি বরাবরই সচেষ্ট থাকবেন । এদিকে তিনি জানান , সোনিয়া গান্ধীর সাথে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও বিদেশে গেছেন । এদিকে , কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন জানান , কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী চার সেপ্টেম্বর ‘ মেহেঙ্গাই পর হল্লাবোল ’ কর্মসূচিতে ভাষণ দেবেন । নয়াদিল্লীতে হবে এই কর্মসূচি । এদিকে , এদিন আমেদাবাদে এক সাংবাদিক বৈঠক করেন অশোক গেহলট । তিনি বলেন , আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এ নিয়ে আমি সদা সচেষ্ট থাকবো । এদিকে , কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে আগামী রবিবার । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এই মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দেবেন । এই বৈঠকেই সম্ভবত কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য দিনক্ষণ চূড়ান্ত হবে । বৈঠকে পৌরোহিত্য করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ।