সমকামী সম্পর্ককে স্বীকৃতি, বিবাহে না।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সমকামিতাকে স্বীকৃতি দিলেও, সুপ্রিম কোর্ট ৩-২ সংখ্যাগরিষ্ঠ রায়ে সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিলো না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার বলেন, প্রচলিত আইন সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেয় না। সেই আইন তৈরির ক্ষমতা রয়েছে একমাত্র দেশের সংসদের। তবে পাঁচ বিচারপতিই একমত হয়ে জানিয়েছেন, সমকামী সম্পর্কে থাকা ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে আইনে কিছু সংশোধনীর জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা প্রস্তাবিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি অগ্রসর হোক।প্রধান বিচারপতি ছাড়া বিচারপতি এস কে কল সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেওয়া এবং দত্তক নেওয়ার পক্ষে রায় দিলেও বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি এস নরসিংহ তার বিরোধিতা করেন। এর ফলে সমলিঙ্গ বিবাহ এবং এসব যুগলের ক্ষেত্রে সন্তান দত্তক নেওয়া আইন বৈধতা পায়নি। তবে পাঁচ বিচারপতিই সমকামিতাকে স্বীকৃতি দিয়ে জানিয়েছেন, তাদের অধিকার নিশ্চিত করতে কেন্দ্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। রেশন কার্ড, পেনশন, গ্র্যাচুইটি ও উত্তরাধিকার সংক্রান্ত যে সব বিষয়ে সমকামী বা রূপান্তরকামীদের সমস্যায় পড়তে হয়,তার নিরসন করতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সমকামীদের ক্ষেত্রে কোনও বৈষম্য থাকা উচিত নয়।তাদের যে কোনও রকম হেনস্তা সরকারকে বন্ধ করতে হবে।সমকামী বা এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাকে যৌন পরিচয় জানার জন্য থানায় তলব করা যাবে না। কেউ গৃহত্যাগ করলে জোর করে তাদের ফিরিয়ে আনা যাবে না।এই গোষ্ঠীর কারও বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আগে পুলিশকে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে
হবে। হুট করে এমন কিছু করা যাবে না যাতে সংশ্লিষ্ট ব্যক্তির অধিকারহরণ হয় বা সম্মানহানি ঘটে।প্রধান বিচারপতি বলেন,কে কাকে জীবনসঙ্গী করবেন,তা তাদের অধিকার।সমলিঙ্গ বিয়েকে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায় স্বীকৃতি দেওয়ার দাবিতে মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করেছিলেন মুকুল রোহতগি,অভিষেক মনু সিংভি, গীতা লুথরা,আনন্দ গ্রোভার, মেনকা গুরুস্বামীর মতো নামি আইনজীবীরা।
কিন্তু কেন্দ্রীয় সরকার তার তীব্র বিরোধিতা করে।কেন্দ্রের বক্তব্য তুলে ধরার সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,এ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র দেশের সংসদেরই আছে। তিনি বলেন, এই অসম বিয়ে অথবা সহাবস্থান শহুরে ও অভিজাতদের ধারণা। সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দেওয়া হলে সমাজে নানা রকম সমস্যা ও জটিলতার সৃষ্টি হবে।নাগরিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ বিষয়ে একেকজন একেক ধরনের মন্তব্য করেন।পাঁচ বিচারপতি মোট চারটি রায় দেন।প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার রায়ে বলেন, বিবাহ একটি প্রতিষ্ঠান, তবে তা অনড়, অটল ও স্থিতিশীল নয়।তাতে বিভিন্ন সময় নানা বিবর্তন ঘটে।সমকাম শুধু শহুরে বা অভিজাত সমাজের ধারণাও নয়।যুগ যুগ ধরে দেশে দেশে তা চলে আসছে।তবে সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিতে বিশেষ বিবাহ আইনে পরিবর্তন করা হবে কিনা, সে বিচার সংসদকেই করতে হবে।তিনি বলেন, সব ধরনের মানুষেরই অধিকার আছে নিজের জীবনের নৈতিকতা বিচার করার।বেঞ্চ মনে করেন, সমকামিতা বৈধ। সমকামীদের প্রতি কোনও বৈষম্য থাকা উচিত নয়। বিচারপতি এস কে কল বলেন, সমকামী যুগল বা এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য এক বৈষম্যবিরোধী আইন থাকা দরকার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

11 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

12 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

12 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

12 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

12 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

13 hours ago