Categories: খেলা

সমীরণ চক্রবর্তীর নাম মুছে ফেলার অভিযোগ টিসিএর টি-২০ ক্রিকেট থেকে

এই খবর শেয়ার করুন (Share this news)

এক সময় যখন টি – টোয়েন্টি ঘরোয়া ক্লাব ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয় তখন তা টিসিএর প্রয়াত সম্পাদক সমীরণ চক্রবর্তীর নামেই শুরু হয়েছিল । তবে টিসিএর বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ যে , তারা রাজ্য ক্রিকেটে সমীরণ চক্রবর্তীর অবদান ও তার নাম অস্বীকার করতে চেষ্টা করছে । টিসিএর এবারের সদর সিনিয়র ক্লাব টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু নাম – গোত্রহীনভাবে হচ্ছে । টিসিএর এই সিনিয়র টি – টোয়েন্টি ক্লাব ক্রিকেটে কিন্তু কোথাও সমীরণ চক্রবর্তীর নাম নেই । স্পষ্ট যে , টিসিএ সমীরণ চক্রবর্তীর নাম মুছে দিতে বা তাকে অস্বীকর করছে । এদিকে , টিসিএর সিনিয়র ক্লাব টি – টোয়েন্টি ক্রিকেটের আজ দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে । এমবিবি স্টেডিয়ামে বেলা এগারোটায় প্রথম সেমিফাইনালে লড়বে বিসিসি ও ব্লাডমাউথ ক্লাব । একই সময়ে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ফাইনালের টিকিট সংগ্রহে মুখোমুখি হবে ইউ : ফ্রেণ্ডস ও জয়নগর ক্রিকেট ক্লাব ( জেসিসি ) । ইউনাইটেড ফ্রেণ্ডস সেমিফাইনালে উঠার দৌড়ে স্ফুলিঙ্গকে পরাজিত করে । তবে এমবিবি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে বড়সড় চমক দিয়েছিল বনমালীপুর ক্রিকেট ক্লাব ( বিসিসি ) । তারা হারিয়ে দেয় খেতাবের অন্যতম দাবিদার সংহতি ক্লাবকে । অঘটন ছিল কসমোপলিটনেরও । গ্রুপ লীগে দুর্দান্ত খেলা কসমোপলিটন কো : ফাইনালে জেসিসির কাছে হেরে যায় । তবে ব্লাডমাউথ ক্লাব শতদলের বিরুদ্ধে পঁচাত্তর রানের বড় জয় পায় । তবে এই ম্যাচে একা একজন ব্যাটসম্যানই কীভাবে একটা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে বা দলকে বড় স্কোরে পৌঁছে দিতে পারে তাই দেখা গেলো । অধিনায়ক মণিশঙ্কর মুড়াসিং সেদিন ব্যাট হাতে দেখিয়ে দিল দলে একজন অলরাউণ্ডারের কি রকম ভূমিকা থাকা আবশ্যক । তার ঝড়ো সাতানবুই রান এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বাধিক । নিজে ক্লাব ক্রিকেটে দিনের খেলা ডাবল করে ( ৫০:৫০ ওভার ) ম্যাচে শতরান করলেও টি – টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরানটা মাত্র তিন রানের জন্য করতে পারেনি । এদিকে , এই টুর্নামেন্ট আগষ্ট মাসে শুরু করায় ক্রিকেট মহল থেকেও অনেক সমালোচনা , আশঙ্কা করা হয়েছিল । বৃষ্টির জন্য গ্রুপ লীগের অনেক ম্যাচই কিন্তু টি – টোয়েন্টি পুরো খেলা হয়নি । পাঁচ ওভার , দশ ওভার , তেরো ওভার , এক ওভারেরও ম্যাচ হয় । এখন আশঙ্কা শেষ তিনটি ম্যাচ কোনওরকম প্রাকৃতিক দুর্যোগের জন্য বাতিল না হয় । যদিও সেমিফাইনাল ও ফাইনাল এই তিন ম্যাচের জন্যই রিজার্ভ ডে ক্রীড়াসূচিতে রাখা হয়েছে । তবে আজ বিকালের পর হঠাৎ আকাশ যেরকমভাবে থমকে গেছে তাতে রাতে বৃষ্টিপাত না হলেই ভালো । এদিকে , সেমিফাইনালে উঠায় বনমালীপুর ক্রিকেট ক্লাবজুড়ে এখন খুশির হাওয়া । সংহতির মতো হেভিওয়েট দলকে হারিয়ে দেওয়ায় তাদের মনোবলও এখন বেড়ে গেছে । এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আরও শক্তিশালী দল ব্লাডমাউথ । তবে খেলাটার নাম ক্রিকেট তাও আবার টি – টোয়েন্টি । তাই বিসিসির বিক্রম কুমার দাসরাও ব্লাডমাউথকে হারিয়ে ফাইনালে উঠার স্বপ্ন দেখছে । তাছাড়া এলাকারই বড় ক্লাব স্ফুলিঙ্গ গতকাল ফ্রেণ্ডসের কাছে হেরে যাওয়ায় তারাও চাইছে সেমিফাইনালে বিসিসি – ই যেন ম্যাচ জিতে । এর জন্য সবাই আগামীকাল এমবিবিতে বিসিসির সমর্থনে মাঠে আসবে । এদিকে , টিসিএর বর্তমান কমিটিও নিজেদের মেয়াদ পূর্তির অন্তিম তথা একমাত্র টুর্নামেন্টটির বাকি তিনটি ম্যাচ নির্বিঘ্নে শেষ করতে চাইছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

11 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

11 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

11 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

11 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago