Categories: খেলা

সমীরণ চক্রবর্তীর নাম মুছে ফেলার অভিযোগ টিসিএর টি-২০ ক্রিকেট থেকে

এই খবর শেয়ার করুন (Share this news)

এক সময় যখন টি – টোয়েন্টি ঘরোয়া ক্লাব ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয় তখন তা টিসিএর প্রয়াত সম্পাদক সমীরণ চক্রবর্তীর নামেই শুরু হয়েছিল । তবে টিসিএর বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ যে , তারা রাজ্য ক্রিকেটে সমীরণ চক্রবর্তীর অবদান ও তার নাম অস্বীকার করতে চেষ্টা করছে । টিসিএর এবারের সদর সিনিয়র ক্লাব টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু নাম – গোত্রহীনভাবে হচ্ছে । টিসিএর এই সিনিয়র টি – টোয়েন্টি ক্লাব ক্রিকেটে কিন্তু কোথাও সমীরণ চক্রবর্তীর নাম নেই । স্পষ্ট যে , টিসিএ সমীরণ চক্রবর্তীর নাম মুছে দিতে বা তাকে অস্বীকর করছে । এদিকে , টিসিএর সিনিয়র ক্লাব টি – টোয়েন্টি ক্রিকেটের আজ দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে । এমবিবি স্টেডিয়ামে বেলা এগারোটায় প্রথম সেমিফাইনালে লড়বে বিসিসি ও ব্লাডমাউথ ক্লাব । একই সময়ে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ফাইনালের টিকিট সংগ্রহে মুখোমুখি হবে ইউ : ফ্রেণ্ডস ও জয়নগর ক্রিকেট ক্লাব ( জেসিসি ) । ইউনাইটেড ফ্রেণ্ডস সেমিফাইনালে উঠার দৌড়ে স্ফুলিঙ্গকে পরাজিত করে । তবে এমবিবি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে বড়সড় চমক দিয়েছিল বনমালীপুর ক্রিকেট ক্লাব ( বিসিসি ) । তারা হারিয়ে দেয় খেতাবের অন্যতম দাবিদার সংহতি ক্লাবকে । অঘটন ছিল কসমোপলিটনেরও । গ্রুপ লীগে দুর্দান্ত খেলা কসমোপলিটন কো : ফাইনালে জেসিসির কাছে হেরে যায় । তবে ব্লাডমাউথ ক্লাব শতদলের বিরুদ্ধে পঁচাত্তর রানের বড় জয় পায় । তবে এই ম্যাচে একা একজন ব্যাটসম্যানই কীভাবে একটা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে বা দলকে বড় স্কোরে পৌঁছে দিতে পারে তাই দেখা গেলো । অধিনায়ক মণিশঙ্কর মুড়াসিং সেদিন ব্যাট হাতে দেখিয়ে দিল দলে একজন অলরাউণ্ডারের কি রকম ভূমিকা থাকা আবশ্যক । তার ঝড়ো সাতানবুই রান এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বাধিক । নিজে ক্লাব ক্রিকেটে দিনের খেলা ডাবল করে ( ৫০:৫০ ওভার ) ম্যাচে শতরান করলেও টি – টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরানটা মাত্র তিন রানের জন্য করতে পারেনি । এদিকে , এই টুর্নামেন্ট আগষ্ট মাসে শুরু করায় ক্রিকেট মহল থেকেও অনেক সমালোচনা , আশঙ্কা করা হয়েছিল । বৃষ্টির জন্য গ্রুপ লীগের অনেক ম্যাচই কিন্তু টি – টোয়েন্টি পুরো খেলা হয়নি । পাঁচ ওভার , দশ ওভার , তেরো ওভার , এক ওভারেরও ম্যাচ হয় । এখন আশঙ্কা শেষ তিনটি ম্যাচ কোনওরকম প্রাকৃতিক দুর্যোগের জন্য বাতিল না হয় । যদিও সেমিফাইনাল ও ফাইনাল এই তিন ম্যাচের জন্যই রিজার্ভ ডে ক্রীড়াসূচিতে রাখা হয়েছে । তবে আজ বিকালের পর হঠাৎ আকাশ যেরকমভাবে থমকে গেছে তাতে রাতে বৃষ্টিপাত না হলেই ভালো । এদিকে , সেমিফাইনালে উঠায় বনমালীপুর ক্রিকেট ক্লাবজুড়ে এখন খুশির হাওয়া । সংহতির মতো হেভিওয়েট দলকে হারিয়ে দেওয়ায় তাদের মনোবলও এখন বেড়ে গেছে । এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আরও শক্তিশালী দল ব্লাডমাউথ । তবে খেলাটার নাম ক্রিকেট তাও আবার টি – টোয়েন্টি । তাই বিসিসির বিক্রম কুমার দাসরাও ব্লাডমাউথকে হারিয়ে ফাইনালে উঠার স্বপ্ন দেখছে । তাছাড়া এলাকারই বড় ক্লাব স্ফুলিঙ্গ গতকাল ফ্রেণ্ডসের কাছে হেরে যাওয়ায় তারাও চাইছে সেমিফাইনালে বিসিসি – ই যেন ম্যাচ জিতে । এর জন্য সবাই আগামীকাল এমবিবিতে বিসিসির সমর্থনে মাঠে আসবে । এদিকে , টিসিএর বর্তমান কমিটিও নিজেদের মেয়াদ পূর্তির অন্তিম তথা একমাত্র টুর্নামেন্টটির বাকি তিনটি ম্যাচ নির্বিঘ্নে শেষ করতে চাইছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

13 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

36 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

1 hour ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago