সমুদ্রসীমার নিরাপত্তায় ইতিহাস সৃষ্টি করলেন নৌবাহিনীর মহিলা পাইলটরা । ভারতীয় নৌবাহিনীর দুই পাইলট সহ পাঁচজন মহিলা অফিসার ডর্নিয়ার বিমান থেকে আরব সাগর পর্যবেক্ষণের মিশন শেষ করে ফিরেছেন শুক্রবার সকালে । সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বিশেষ বিমানযাত্রায় একজনও পুরুষ সহকর্মী ছিলেন না । এর আগে মহিলা পাইলটের দায়িত্বে যে কটি দীর্ঘসময় ব্যাপী বিমান পর্যবেক্ষণ হয়েছে তার প্রতিটিতেই নিয়ন্ত্রণের দায়িত্ব ছিলেন পুরুষ নৌসেনারা । গত ২৫ মে ৮৮ তম ‘ মন কী বাত ‘ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছিলেন সাধারণ জীবনের বাইরে সেনাবাহিনীতেও পুরুষদের সঙ্গে কাজ করবেন মহিলারা । ভারত পাকিস্তান তো বটেই , বাংলাদেশ সীমান্ত নজরদারিতেও মহিলারা সমান দক্ষতায় নজরদারি চালাচ্ছে । এমনকি ভারতীয় বায়ুসেনাতেও পাইলট হিসাবে মহিলারা কাজ করতে শুরু করে দিয়েছিল গত বছর মে মাস থেকে । এবার আরব সাগরের নজরদারির দায়িত্ব পড়ল মহিলা সেনাবাহিনীর উপর । ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র , কমান্ডার বিবেক মাধওয়ালের জানিয়েছেন , গুজরাতের পোরবন্দরে আইএনএস ৩১৪ নেভাল স্কোয়াড্রন থেকে উত্তর আরব সাগরে মেরিটাইম রিকনেসান্স এবং নজরদারি মিশন সম্পন্ন করেছে পাঁচজন মহিলা অফিসার । যার মধ্যে রয়েছেন দুই পাইলট , একজন কো – পাইলট এবং প্রযুক্তি সহায়তায় দুই মহিলা অফিসার । এই বিমানের মিশন কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট আঁচল শর্মা । এই মিশনের কৌশলগত ও সেন্সর অফিসার ছিলেন লেফটেন্যান্ট পূজা পান্ডে এবং সাব – লেফটেন্যান্ট পূজা শেখাওয়াত । প্রযুক্তিগত সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট শিবাঙ্গী এবং লেফটেন্যান্ট অপূর্ব গীতে ।এই মিশনের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর এই মহিলা অফিসাররা সব বাধা ভেঙে ইতিহাস সৃষ্টি করলেন । নৌবাহিনীর একজন মুখপাত্রের মতে , পাঁচ মহিলা সেনা আধিকারিক এই ঐতিহাসিক মিশনের জন্য কয়েক মাস গ্রাউন্ড ট্রেনিং এবং ব্রিফিং করেছেন । আইএনএস ৩১৪ হল ভারতীয় নৌবাহিনীর ফ্রন্টলাইন নেভাল এয়ার স্কোয়াড্রন যেখান থেকে ডর্নিয়ার বিমান ২২৮ মেরিটাইম রিকনেসান্স যুদ্ধ বিমানটি একযোগে আরব সাগরের বুকে তদারকি করতে পারবে । সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় , আকাশপথে কোন সন্দেহজনক বিষয় দেখলেই ডর্নিয়ার বিমানের মাধ্যমে সাগরের বুকে টহলদারি যেকোনো নৌবাহিনীর জাহাজে সংকেত চলে আসবে । যার ফলে অবাঞ্চিত কোন বিষয় নিয়ে ভারতের স্থলভাগে প্রবেশ করা সম্ভব নয় । ৯/১১ জঙ্গি হানায় মুম্বাইতে প্রবেশের জন্য আজমল কাসভরা ব্যবহার করেছিল আরব সাগরের জলপথ । তাই গত প্রায় দেড় দশক ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের লক্ষ্য আরব সাগর , বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নজরদারি বাড়ানো সেই জন্য শুধু নৌ বাহিনী নয় বিমান বাহিনীকেও মোতায়ন করা । সাগরের বুকে এতদিন বিমান বাহিনীর দায়িত্বে ছিলেন পুরুষ সেনাকর্মীরা এবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টহলদারির দায়িত্বে নামলেন মহিলা সেনা কর্মীরাও । ভারতীয় নৌবাহিনীর মতে , এই ধরনের সামরিক – বিমান চালনায় মহিলাদের জন্য আরও দায়িত্ব ও চ্যালেঞ্জিং ভূমিকায় জোগাবে । প্রকৃত অর্থে এই উড়ান নারী – শক্তির চেতনাকে পূর্ণ করেছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে । আগামী কয়েক বছরের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের জন্য এক বিরাট পরিবর্তন আসতে চলেছে । শুধু নৌবাহিনী কিংবা বিমান বাহিনী নয় , স্থলবাহিনীর ক্ষেত্রেও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে । কেন্দ্রীয় সরকার ‘ অগ্নিপথ ‘ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সেখানেও মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে । অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশনে , অগ্নিবীর হওয়ার জন্য মহিলাদের জন্য আশি হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে । নৌবাহিনীতে অগ্নিবীরের প্রথম ব্যাচে তিন হাজারটি শূন্যপদ রয়েছে , যার মধ্যে ২০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…