সমুদ্রের তলায় উড়লো জাতীয় পতাকা
দৈনিক সংবাদ অনলাইন।। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে কুর্ণিশ। সমুদ্রের জলের তলায় উড়ালো দেশের জাতীয় পতাকা।
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচীর যে আয়োজন করা হয়েছে তাতে স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে গোটা দেশে ২০ কোটি ঘরে ১০০ কোটি মানুষ ওড়াবেন জাতীয় পতাকা । ইতিমধ্যে এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচীকে সামনে রেখে ভারতীয় নৌসেনার তরফে সমুদ্রে জলের তলায় উড়ানো হল জাতীয় পতাকা ।