সমুদ্রে ডুবল তেলবাহী জাহাজ!!

অনলাইন প্রতিনিধি :-কেরলের উপকূলে ভয়ঙ্কর দুর্ঘটনা। সমুদ্রের মধ্যে তেল ছড়িয়ে পড়ল কন্টেইনারবাহী জাহাজ থেকে। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে কেরল উপকূলে। লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ ‘এমএসসি এলসা ৩’। জাহাজটি আচমকাই একদিকে কাত হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ সামুদ্রিক জ্বালানি সমুদ্রে ছড়িয়ে পড়েছে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন, ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ক্রু সদস্যদের উদ্ধারের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যুদ্ধ গতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সমুদ্রে তেল গড়িয়ে পড়ায়!! সামুদ্রিক পরিবেশের ভারসাম্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।