সম্পর্কের দূরত্ব!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সময় দ্রুত বদলে যায়।কিন্তু বদলে যাওয়া সময়কে বুঝতে না চাওয়ার মানসিকতা একটি রাজনৈতিক দলকে কোন জায়গা ঠেলে দিতে পারে তার প্রকৃষ্ট উাহরণ সিপিএমের চেয়ে এই মুহূে আর দুটি নেই। ২০০৪ সালে লোকসভা ভোটের পর যে রাজনৈতি দলটি সর্বভারতীয় ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হয়ে উঠেছিল, সেই সিপিএম ২০১২ থেকে নিজেদের আদর্শগত দেউলিয়াপনা,এবং রাজনীতিতে ধরাকে সরা জ্ঞান করার খেসারত হিসাবে আজ প্রায় অস্তিত্বের চরম সংকটে এসে ঠেকেছে। একদিকে গোটা দেশজুড়ে আঙুলের কড়ে গোনা যে কয়েকটি রাজ্যে তাদের অল্পবিস্তর সংগঠন ছিল, সেগুলোতে চূড়ান্ত সাংগঠনিক ব্যর্থতা এবং আদর্শগত দেউলিয়াপনার কারণে সংসদীয় রাজনীতি থেকে সিপিএমের এখন অনেকটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।নীতি আদর্শ ও তাত্ত্বিক রাজনীতির বড় বড় বুলি আউড়ে যারা রাজনৈতিক দ্বিচারিতায় দাদা ঠাকুরদাকেও হারিয়ে দেয় একটা সময় আসে যখন তাদের অবস্থা “আম ও ছালা” দুটোই হারানোর উপক্রম হয়। বিগত এক দশকের বেশি সময় ধরে জাতীয় রাজনীতিতে সিপিএমের অবস্থা অনেকটা সেই রকম হয়ে দাঁড়িয়েছে।বিজেপির বিরুদ্ধে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২৬ দলের ইন্ডিয়া জোটে সিপিএম নাম লেখালেও রাজনীতিতে সিপিএমের কিছু সুবিধাবাদী অবস্থান সিপিএমকে কার্যত কঠিন সংকটে ঠেলে দিয়েছে। আগামী লোকসভায় ইন্ডিয়া বনাম এনডিএ জোটের যে স্পষ্ট মেরুকরণ হতে চলেছে তাতে সিপিএমের অতিরিক্ত সুবিধাবাদী কৌশলের কারণে, তার মধ্যবর্তী অবস্থান না ঘরকা, না ঘাটকা। বর্তমানে যে ৫ রাজ্যের বিধানসভার নির্বাচন চলছে তাতে কোন রাজ্যেই সিপিএম-কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। সমঝোতার প্রস্তাব নিয়ে এগিয়েও রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানায় লাভ হয়নি। সিপিএমের।তিন রাজ্য এবং ছত্তিশগড়ে তাই একাই লড়তে হচ্ছে সিপিএমকে।এই চার রাজ্যের সমস্যা অন্যান্য রাজ্যেও লোকসভার ভোটে মাথাচাড়া দেবে।বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কেরলে লোকসভা ভোটে সিপিএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতার প্রশ্ন প্রায় নেই বললেই চলে। ত্রিপুরাতেও আগামী লোকসভার ভোটে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা লড়তে চায়—তেমনই ইঙ্গিত দুই দলের তরফেই দিয়ে রাখা হয়েছে।১ বছর আগে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএমের মধ্যে আসন সমঝোতা হলেও সেই বোঝাপড়ার বিশেষ কিছু লাভ হয়নি।কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের দাবি সত্ত্বেও ১৭টির পরিবর্তে একরকম ‘জোর করেই’ ১৩টি আসন চাপিয়ে দিয়ে সমঝোতায় গিয়েছিল সিপিএম।যার ফলে মুখে জোট হলেও কংগ্রেসের দলীয় কর্মী,সমর্থকদের মধ্যে ক্ষোভের আগুন ছিল স্পষ্ট।ভোটের ফলাফলেও সেটা প্রকট হয়।চাপের রাজনীতিতে জোট ফর্মুলা যে কাজ করে না সেটা ত্রিপুরাতে বিধানসভার ভোটে প্রমাণ হলেও সিপিএম তা থেকে শিক্ষা নেয়নি। বিধানসভা ভোটের পর ত্রিপুরায় ২ টি বিধানসভা আসনের উপনির্বাচনেও সিপিএমের ভূমিকা জোটের পক্ষে মসৃণ ছিল না বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। যে কারণে ২ টিআসনেই ধরাশায়ী হয় বাম প্রার্থী।এরই জেরে ধরে বামেদের সাথে মিলে লোকসভায় একসাথে লড়াই করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে কংগ্রেস। বামেরাও একই বার্তা দিয়েছে। পশ্চিমবঙ্গে ও বামেদের সঙ্গে একই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস।সেখানে বড় প্রতিবন্ধকতা বামেদের ক্ষেত্রে তৃণমূল।এক্ষেত্রে বিজেপি ও তৃণমূল দুইকেই প্রধান শত্রু চিহ্নিত করে সিপিএমের ইন্ডিয়া জোটের স্বপ্ন যে অধরা থাকবে তা আগাম বলে দেওয়া যায়।অপরদিকে কেরলের মতো রাজ্যে কংগ্রেস- সিপিএমের আসন সমঝোতার যে প্রশ্ন নেই সেটা আগে থেকেই পরিষ্কার হয়ে গেছে।অর্থাৎ আমি জলে নামব,অথচ চুল ভেজাব না- – সিপিএমের এই কৌশলী রাজনীতিতে ইন্ডিয়া জোটে সিপিএমের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠছে।লক্ষণীয় হলো, এক্ষেত্রে সিপিএমের তরফে অভিযোগের তির কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের দাদাগিরি নিয়ে।এই অবস্থায় রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেস ও সিপিএমের বিভ্রান্তি কার্যত সিপিএমের জন্যই কঠিন সংকট ডেকে আনতে চলেছে।কারণ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সারা দেশেই কংগ্রেস প্রার্থী দিয়ে লড়বে।সিপিএম সেই জায়গায় আগেও ছিল না,এখনও নেই।তাই সিপিএম জোটে না থেকে আলাদা প্রার্থী দাঁড় করালেই দলের অবস্থা অনেকটা নামগোত্রহীন হয়ে দাঁড়াবে।৫ রাজ্যের ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস নিজের অবস্থান যদি শক্তিশালী করতে সক্ষম হয় তাহলে সিপিএমের রাজনৈতিক অক্সিজেন আরেকটু কমতে শুরু করবে। সব মিলিয়ে আসন্ন লোকসভা ভোটে অস্তিত্বের কঠিন সংঙ্কটে দাঁড়িয়ে সিপিএম।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

23 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

23 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

23 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

23 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago