Categories: বিনোদন

সম্প্রীতির বার্তা।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।।  পবিত্র রমজানের মাসে হিন্দু ঘরের ব্রাহ্মণ মেয়ের বিয়ের জন্য নিজের বাড়ির উঠোন ছেড়ে দিয়ে সম্প্রীতির নজির গড়ল এক মুসলিম পরিবার । দুই বছর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় মেয়েটির বাবা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান । মেয়ের বয়স তখন ছিল কুড়ি বছর । বাইশ বছরের পূজার বিয়ে হল মুসলিম বাড়ির উঠোনে । শোভাযাত্রা করে বরযাত্রী এল সেই বাড়িতে । বিয়ের আনন্দে দুই ধর্মের সম্প্রীতির অনন্য দৃশ্যের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আজমগড়। হঠাৎ করেই বিয়ে ঠিক হয় পূজার । দুই বছর আগে বাবার মৃত্যুর শোক এখনও টাটকা । তার উপর তেমন আর্থিক সঙ্গতি না থাকায় বিয়েবাড়ি ভাড়া করতে পারেনি পূজার পরিবার । আজমগড় আলওয়াল এলাকায় ছোট্ট বাড়িতে বাস পূজার । বিয়ে জোড়া দেওয়ার মতো সে বাড়িতে জায়গাবাসা নেই । এমন সময়ে ত্রাতা হয়ে এগিয়ে আসে পূজাদের পড়শি এক মুসলিম পরিবার । পূজার অভিভাবকদের ওই পরিবারটি জানায় তারা চান রমজান মাসে তাদের উঠোনে পূজার বিয়ের সানাই বাজুক । কারণ পূজাকে ছোট থেকে নিজেদের চোখের সামনে বড় হতে দেখেছেন তারা । পূজার মামা রাজেশ চৌরাসিয়া বলেন , ‘ টাকার অভাবে ভাগ্নি পূজার জন্য আমরা আলাদা করে অনুষ্ঠান বাড়ি ভাড়া করতে পারিনি । আমাদের বাড়িতেও বিয়ের আসর বসানোর জন্য জায়গা ছিল না । অথচ পূজার বিয়ের দিন এগিয়ে আসছিল । কী করে কী হবে , বুঝতে পারছিলাম না । বাবা – মরা ভাগ্নির জন্য দুশ্চিন্তায় ছিলাম । এমন সময় ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন পাড়ার এক মুসলিম পরিবার । মুসলিম পরিবারটি কি স্বতঃপ্রণোদিত  এগিয়ে এসেছিলেন ? রাজেশবাবু বলেন , ‘ পারভেজ আমার প্রতিবেশী । দীর্ঘ বছরের বন্ধুও । আমি ওকে পূজার বিয়ে নিয়ে নিজের অপারগতার কথা জানিয়েছিলাম । তখনই পারভেজ আমাকে প্রস্তাব দেয় , আমরা চাইলে ওর বাড়ির উঠোনে পূজার বিয়ে হতে পারে । পারভেজের প্রস্তাবে আমরা যেন হাঁফ ছেড়ে বাঁচি । ‘ পারভেজ ও তার স্ত্রী নাদিরা পূর্ণোদ্যোমে বিয়ের কাজে নেমে পড়েন । পূজাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেন পারভেজ । নাদিরা বলেন , ‘ মায়ের সঙ্গে পূজা প্রায়শই আমাদের বাড়িতে আসত । পূজা আমার মেয়ের মতোই । যখন আমরা জানতে পারি , পূজার বিয়ে এগিয়ে আসছে অথচ বাড়ি বায়না করতে পারেনি , আমরা আর সময় নষ্ট করিনি । পূজাদের পরিবারের শুভাকাঙ্খী হিসাবে যতটুকু পেরেছি , করার চেষ্টা করেছি । ও জীবনে সুখী হলেই আমাদের প্রয়াস সার্থক । ‘ নাদিরা বলেন , ‘ পবিত্র রমজান মাসে বাড়ির মেয়ের বিয়ের আয়োজনের চেয়ে ভাল আর কী হতে পারে । আমরা ভিন্ন ধর্মালম্বী । আমাদের দেবতাও ভিন্ন । কিন্তু মানুষ হিসাবে আমাদের কর্তব্য সমাজের মেয়েদের সুখ – শান্তি নিশ্চিত করা । আমরা সেটুকুই করেছি । ‘ গত ২২ এপ্রিল , শুক্রবার পারভেজ – নাদিরার বাড়িতে পূজার বিয়ের সানাই বাজে । সধবারা একসঙ্গে গানবাজনা করেন । পারভেজের উঠোনে সামিয়ানা দিয়ে তৈরি হয় বিয়ের মণ্ডপ । হিন্দু রীতি নীতি মেনে বিয়ে হয় । যজ্ঞ হয় । সাত পাকে বাঁধা পড়েন বরবধূ । কনের মামার পাশে দাঁড়িয়ে বরযাত্রীদের আপ্যায়ন করেন পারভেজ ও নাদিরা । রাজেশ চৌরাসিয়া বলেন , ‘ পারভেজ ও নাদিরা আমাকে চিরকালের জন্য ঋণে বেঁধে ফেলল । ওদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার । ‘

Dainik Sambad

Share
Published by
Dainik Sambad

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

11 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

12 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

12 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

12 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

12 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

1 day ago