দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থেকেও শেষ রক্ষা হল না। শনিবার গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর পোল্ট্রি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো গৌরনগর ব্লকের শ্রীণাথপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইয়ামির আলিকে।
বিডিও’র দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আগেই তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে আরো কয়েকজন গ্রেফতার হতে পারেন।
২০২২ সালের ২৯ অক্টোবর গৌরনগর আরডি ব্লকের বিডিও ইরানি থানায় শ্রীণাথপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, ২০১৬-১৭ এবং ২০১৯-২০ অর্থ বছরে ২০টি টিউবওয়েল এবং ১৩টি ব্যাম্বু ব্যালেসিটিং নির্মাণ প্রকল্পে মোট ৩৬ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ হয়। ওই সময় ওই পঞ্চায়েতের সচিব ছিলেন ইয়ামির আলি। যথারীতি এই অর্থ উইথড্র করেন ইয়ামির। কিন্তু অডিটের সময় দেখা যায়, বরাদ্দ অর্থ উঠানো হলেও এর কোনো কাজ হয়নি। এই গরমিল দেখে ইরানি থানায় সেক্রেটারির বিরুদ্ধে মামলা করেন বিডিও। ফলে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যায়। তদন্তে অভিযোগের সত্যতা ধরা পড়ে। তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসায় ইয়ামির আলি গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয়। অবশেষে শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কৈলাসহরের পৌলট্রি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…