সরকারি উদ্যোগে জলের অপচয়!!

 সরকারি উদ্যোগে জলের অপচয়!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রতি ঘরে ঘরে জল পৌঁছার আগেই সেই জল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ঠিক এমনই দৃশ্য দেখা গেলো গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডে। গত মাস খানেক ধরে এই ভাবেই জলের অপচয় হচ্ছে। অথচ রাজ্যের অন্যত্র একফোটা জলের জন্য হাহাকার লেগেই রয়েছে।পশ্চিম কাঞ্চনমালা অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয়েছে।আর সেই মেশিনের জল এলাকার বেশ কয়েকটি পাড়ায় সরবরাহ করা হয়েছে পাইপ লাইনের মাধ্যমে। কিন্তু জলের পাইপ অত্যন্ত নিম্নমানের হওয়ার কারণে জল মানুষের ঘরে পৌছার আগেই রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে। গত একমাস ধরে এই সমস্যা থাকলেও সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের কোন হেলদোল নেই। অথচ, সরকার বারবার মানুষকে বলে আসছে জলের অপচয় বন্ধ করার জন্য।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.