সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের দাবি রতনের
রাজ্যের গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পিপিপি মডেলের মহাবিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে পারবে না । তাই পিপিপি মডেলের পরিবর্তে কাকড়াবনে একটি সরকারী সাধারণ ডিগ্রি কলেজ স্থাপনের উদ্যোগ নিতে হবে । সোমবার বিধায়ক রতন কুমার ভৌমিক এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে আরও বলেন , পিপিপি মডেলের দৌলতে গরিব পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে । তার চিঠিতে তিনি উল্লেখ করেন উদয়পুরে নেতাজী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি হওয়ার কারণে এবং উদয়পুরে মানুষের দাবি মোতাবেক দ্বিতীয় একটি ডিগ্রি কলেজ স্থাপনের আলোচনা হয় । ২০১৬ সালে জনপ্রতিনিধি , শিক্ষা দপ্তর , পূর্ত দপ্তর , জেলা ও মহকুমা আধিকারিকদের নিয়ে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে উদয়পুরে দ্বিতীয় একটি সরকারী ডিগ্রি কলেজ স্থাপনের জন্য বিভিন্ন জায়গা দেখা হয় । সর্বশেষে ২০১৬-১৭ অর্থবছরে পালাটানা এলাকায় দুধ পুষ্করিণী গাঁওসভায় একটি জায়গা নির্দিষ্ট করা হয় । সেই অনুসারে জেলাশাসকও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেন । উক্ত জায়গাটি শিক্ষা দপ্তরকে দেওয়ার জন্য প্রাথমিক কাজ শুরু হয় । তিনি বলেছেন , এমনকি ২০১৮ সালের বিধানসভায় একটি প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রীও উক্ত জায়গায় কলেজ স্থাপনের উল্লেখ করেছেন । তার মতে এই কলেজটি স্থাপিত হলে উদয়পুরের পাশাপাশি পার্শ্ববর্তী বিলোনীয়া ও সোনামুড়া মহকুমার বিশাল অংশের ছাত্রছাত্রীরা উপকৃত হবে । তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে । কিন্তু বর্তমান সরকার পিপিপি মডেলের মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত করল । যা এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের ভাবাবেগের পরিপন্থী । অন্যদিকে , উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে গরিব অংশের ছাত্রছাত্রী ।