সরকারী হোমে লোক নিয়োগের দায়িত্ব এনজিও-কে, উঠেছে প্রশ্ন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত নরসিংগড়স্থিত ‘হাফওয়ে হোমে’ লোক নিয়োগ নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই ওল্ড এজ হোমে লোক নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নামে একটি এনজিও-কে। অভিযোগ,লোক নিয়োগের দায়িত্ব পাওয়ার পর ওই এনজিও কোনও প্রকার বিজ্ঞাপন ও ইন্টারভিউ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে।এনজিও-এর পক্ষ থেকে নির্বাচিতদের গত সেপ্টেম্বর মাসে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।প্রশ্ন হচ্ছে, কোনও এনজিও কি এভাবে সরকারী দপ্তরে লোক নিয়োগ করতে পারে?খোঁজ নিয়ে জানা গেছে,এনজিও-এর মাধ্যমে চৌদ্দজনকে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে।উল্লেখ্য, হাফওয়ে হোমের জন্য ২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর সাতটি ক্যাটাগরির পনেরোটি শূন্যপদে কর্মচারী নিয়োগের জন্য আউটসোর্সিং সংস্থা থেকে দরপত্র আহ্বান করা হয়। কর্মচারী সরবরাহের বরাত পায় মধ্যপ্রদেশের আউটসোর্সিং সলিউশন নামক একটি সংস্থা।২০২২ -এর আগষ্ট মাসে ওই সংস্থা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে পনেরো জনের মধ্যে বারোজন কর্মচারী সরবরাহ করে।ওই সংস্থা থেকে নিয়োগপত্র পাবার পর কর্মীরা অভয়নগরের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে তাদের জয়েনিং লেটার জমা দেয়। এমনকী প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেয়। এখানেই শেষ নয়,যারা নিয়োগ পেয়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ওই সকল কর্মচারীরা নিয়োগপত্র পাবার যোগ্যতা রয়েছে বলে একটা অর্ডার বের করে।প্রক্রিয়াটি ঠিকঠাক ভাবেই হচ্ছিল।এরই মধ্যেই গোল বাধে।অভিযোগ, শাসক দলের কিছু নেতা ওই নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে মাঠে নামে।ফলে চাকরি পাবার পরেও রহস্যজনকভাবে ওই বারোজন কর্মচারীকে নরসিংগড়ের হাফওয়ে হোমে কাজে যোগদান করার অনুমতি প্রদান করেনি সংশ্লিষ্ট দপ্তর।এরকম পরিস্থিতিতে আউট সোর্সিং সলিউশন নামক সংস্থাটি ২০২৩ সালের ষোল জানুয়ারী মানবসম্পদ সরবরাহ চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করে।এরপর পয়লা মার্চ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সে সময়ের অধিকর্তা স্মিতা মল আউটসোর্সিং সলিউশনের মানবসম্পদ সরবরাহের বরাতটি বাতিল করে দেয়, রাজ্যে নির্বাচনি আচরণবিধি লাগু থাকা অবস্থায়।অভিযোগ,এরপরই বাঁকাপথে ওই হোমের জন্য মানবসম্পদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয় এনজিও-টিকে।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে প্রথমে আউটসোর্সিং সলিউশন নামক সংস্থার দ্বারা নিয়োগপ্রাপ্তদের সকল কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর কেন তাদের ওই হোমে নিয়োগ থেকে বঞ্চিত করা হলো?এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ব্যাপারে বঞ্চিতরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন।

Dainik Digital

Recent Posts

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

19 mins ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

38 mins ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

1 hour ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

2 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

2 hours ago

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

4 hours ago