রাজ্য সরকারের ঘোষণার পরও পেনশনভোগীদের বড় অংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন টানা দুই মাস । ফলে পেনশনভোগী প্রবীণ নাগরিকরা একাধারে বিপাকে পড়েছেন এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন । এ নিয়ে অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের আন্দোলন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে । এর অঙ্গ হিসাবে প্রাথমিকভাবে স্মারকপত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাসোর তরফে । অতিরিক্ত মহার্ঘ ভাতা বঞ্চিত পেনশনপ্রাপকরা যে কোনও মূল্যে সমস্যা নিরসনের ব্যবস্থা করার উপরগুরুত্ব আরোপ করেছেন । জানা গেছে , উল্লেখিত সমস্যার মূলে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের খামখেয়ালিপনা । চলতি ২০২২ সালের ৪ আগষ্ট রাজ্য অর্থ দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে । তাতে রাজ্য সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘভাতার কথা ঘোষণা করা হয়েছে । বলা হয়েছে ১ জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে । সেই হিসাবে রাজ্য সরকারের প্রায় সব কর্মচারী বর্ধিত পাঁচ শতাংশ মহার্ঘভাতা পেতে শুরু করেছেন মূল বেতনের সঙ্গে । একই সঙ্গে পেনশন প্রাপকদের অনেকেই পেতে শুরু করেছেন বর্ধিত এই মহার্ঘভাতা । জানা গেছে , ভারতীয় স্টেট ব্যাঙ্ক সহ বেশ কিছু ব্যাঙ্কের মাধ্যমে পেনশন প্রাপকরা রাজ্য সরকার বরাদ্দকৃত পাঁচ শতাংশ মহার্ঘভাতা পেতে শুরু করেছেন । অথচ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমে পেনশন প্রাপকরা এই সুবিধা থেকে টানা দুই মাস বঞ্চিত হয়ে রয়েছেন । সব মিলিয়ে সারা রাজ্য জুড়ে অন্তত পনেরো হাজার রাজ্য সরকারের পেনশনভোগী এই বঞ্চনার শিকার বলে খবর । এ নিয়ে পেনশনভোগীদের তরফে ব্যক্তিগতভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্ন শাখায় দরবার করেছেন বলে খবর । তাতে অবশ্য এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি । পুজোর মরশুম শুরু হওয়ার মুখে এভাবে হয়রানি করার কারণে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ পেনশন প্রাপকরা । তাদের বক্তব্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কারণে এই ধরনের হয়রানির ঘটনা নতুন কিছু নয় । ইউনাইটেড ব্যাঙ্ক অব ইণ্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই এই ধরনের সমস্যা বেড়ে চলছে । ইউনাইটেড ব্যাঙ্কের হাতে রাজ্যের পেনশনভোগীদের পেনশন প্রদান সহ আনুষঙ্গিক দায়িত্ব থাকার পর এই ধরনের ঘটনা প্রায় ঘটতোই না । এমনই দাবি পেনশন প্রাপকদের । এই বিষয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিল দেবনাথ । তিনি বলেন , পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কারণে দীর্ঘদিন ধরেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে পেনশনভোগীদের । এই অবস্থায় অ্যাসোর তরফে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে জানান তিনি । বলেন , এরই অঙ্গ হিসাবে প্রাথমিকভাবে ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…