সরকারের ঘোষণার পরও মহার্ঘ্যভাতা বঞ্চিত ১৫ হাজার

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য সরকারের ঘোষণার পরও পেনশনভোগীদের বড় অংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন টানা দুই মাস । ফলে পেনশনভোগী প্রবীণ নাগরিকরা একাধারে বিপাকে পড়েছেন এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন । এ নিয়ে অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের আন্দোলন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে । এর অঙ্গ হিসাবে প্রাথমিকভাবে স্মারকপত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাসোর তরফে । অতিরিক্ত মহার্ঘ ভাতা বঞ্চিত পেনশনপ্রাপকরা যে কোনও মূল্যে সমস্যা নিরসনের ব্যবস্থা করার উপরগুরুত্ব আরোপ করেছেন । জানা গেছে , উল্লেখিত সমস্যার মূলে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের খামখেয়ালিপনা । চলতি ২০২২ সালের ৪ আগষ্ট রাজ্য অর্থ দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে । তাতে রাজ্য সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘভাতার কথা ঘোষণা করা হয়েছে । বলা হয়েছে ১ জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে । সেই হিসাবে রাজ্য সরকারের প্রায় সব কর্মচারী বর্ধিত পাঁচ শতাংশ মহার্ঘভাতা পেতে শুরু করেছেন মূল বেতনের সঙ্গে । একই সঙ্গে পেনশন প্রাপকদের অনেকেই পেতে শুরু করেছেন বর্ধিত এই মহার্ঘভাতা । জানা গেছে , ভারতীয় স্টেট ব্যাঙ্ক সহ বেশ কিছু ব্যাঙ্কের মাধ্যমে পেনশন প্রাপকরা রাজ্য সরকার বরাদ্দকৃত পাঁচ শতাংশ মহার্ঘভাতা পেতে শুরু করেছেন । অথচ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমে পেনশন প্রাপকরা এই সুবিধা থেকে টানা দুই মাস বঞ্চিত হয়ে রয়েছেন । সব মিলিয়ে সারা রাজ্য জুড়ে অন্তত পনেরো হাজার রাজ্য সরকারের পেনশনভোগী এই বঞ্চনার শিকার বলে খবর । এ নিয়ে পেনশনভোগীদের তরফে ব্যক্তিগতভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্ন শাখায় দরবার করেছেন বলে খবর । তাতে অবশ্য এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি । পুজোর মরশুম শুরু হওয়ার মুখে এভাবে হয়রানি করার কারণে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ পেনশন প্রাপকরা । তাদের বক্তব্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কারণে এই ধরনের হয়রানির ঘটনা নতুন কিছু নয় । ইউনাইটেড ব্যাঙ্ক অব ইণ্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই এই ধরনের সমস্যা বেড়ে চলছে । ইউনাইটেড ব্যাঙ্কের হাতে রাজ্যের পেনশনভোগীদের পেনশন প্রদান সহ আনুষঙ্গিক দায়িত্ব থাকার পর এই ধরনের ঘটনা প্রায় ঘটতোই না । এমনই দাবি পেনশন প্রাপকদের । এই বিষয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিল দেবনাথ । তিনি বলেন , পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কারণে দীর্ঘদিন ধরেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে পেনশনভোগীদের । এই অবস্থায় অ্যাসোর তরফে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে জানান তিনি । বলেন , এরই অঙ্গ হিসাবে প্রাথমিকভাবে ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

5 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

8 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

21 hours ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

21 hours ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

22 hours ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

22 hours ago