অনলাইন প্রতিনিধি :-গ্রেটার তিপ্রা ল্যান্ড ও জনজাতিদের সংবিধানিক অধিকার আদায়ের দাবীতে ১২ ঘন্টা এডিসি এলাকা বনধ ডাকে তিপ্রামথা দল। সেই বনধকে কেন্দ্র করে এডিসি এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে। শনিবার সকাল থেকেই এডিসি এলাকায় বিভিন্ন সড়কে তিপ্রামথার সমর্থকরা পিকেটিং শুরু করে।
এডিসি এলাকার বিভিন্ন বাজার হাট শনিবার সকাল থেকে বন্ধ। স্তব্ধ হয়েছে যানবাহন চলাচল। লংতরাইভ্যালি মহকুমায় সব দোকান পাট বন্ধ লক্ষ্য করা গেছে। যানবাহন চলাচল বন্ধ। জাতীয় সড়ক বিরাশিমাইল এলাকাতে মথার কর্মীরা পিকেটিং করে। মনু রেল স্টেশনে হামসফর এক্সপ্রেস ট্রেন এবং ধর্মনগর- আগরতলা গামি ট্রেনও আটকে দেয় তিপ্রামথার কর্মীরা।
দক্ষিণ, গোমতী,এবং সিপাহীজলা জেলার একাধিক জায়গায় সকাল থেকে পিকেটিং শুরু করে মথার কর্মীরা। বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার, তকসাপাড়া চৌমুহনী, বিশালগড়ের চেলিখোলা ইত্যাদি জায়গায় সকাল থেকে পিকেটিং চলে। ফলে সকাল থেকে ওই সব জেলায় যানবাহন চলাচল ব্যাহত হয়। উত্তর ,ধলাই,খোয়াই, পশ্চিম জেলারও একাধিক জায়গায় সকাল থেকে পিকেটিং করে মথার কর্মীরা। ফলে স্তব্ধ গোটা রাজ্যের পরিবহন ব্যাবস্হা। উৎসবের আগে এই সর্বনাশা বনধ রাজ্যের বড় ক্ষতি হলো বলে মনে করছে অনেকে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…