অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সকল অংশের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।যাতে রাজ্যের আর্থ সামাজিক উন্নয়ন হয়।এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে ত্রিপাক্ষিক চুক্তিও হয়েছে। এখন রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছে জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেড।তাই রাজ্যের বেকার যুবক যুবতীর চাকরি হবে জাপানে। আজ রাজধানীর গুর্খাবস্তিস্থিত একটি বেসরকারী প্রেক্ষাগৃহে এমনটাই বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। আজ এই সংস্থার উদ্যোগে জাপানি ভাষার কোর্সে ভর্তির জন্য প্রথম পর্যায়ে কাউন্সিলিংও করা হল। কাউন্সিলিং-এ ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের একটি প্রশিক্ষণ কেন্দ্র বেঙ্গালুরু শহরে রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যের জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং উত্তীর্ণ যুবক যুবতীদের প্রথম ধাপে প্রশিক্ষণ প্রদান হবে। এক বছরের প্রশিক্ষণ কোর্সের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কোন কোর্স ফি দিতে হবে না। এডিসি প্রশাসন বেকার যুবক যুবতীদের মাথাপিছু প্রশিক্ষণ বাবদ ৫০ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। চাকরিতে যোগদানের দু’বছরের মধ্যে যুবক যুবতীদের কোর্স ফি অর্থ প্রশিক্ষণ সংস্থাকে প্রদান করতে হবে। দ্বিতীয় ধাপে,স্নাতক ও স্নাতকোত্তর বেকার এবং তৃতীয় ধাপে অষ্টম থেকে দ্বাদশমান উত্তীর্ণ বেকার যুবক যুবতীদেরও প্রশিক্ষণের মাধ্যমে জাপানে চাকরির ব্যবস্থা করা হবে।
প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, রাজ্যে ও কেন্দ্রের সরকারের সহযোগিতার জন্যই রাজ্যের যুবক যুবতীদের কাছে বিদেশে চাকরির সুযোগ এসেছে।ভারত থেকে হাজারো বেকারের চাকরি হয়েছে জাপানে।রাজ্য থেকে প্রথম ধাপে একশজন বেকারের জাপানে কর্মসংস্থান প্রদানে পরিকল্পনা হয়েছে। আগামী তিন বছরে আমাদের মূল লক্ষ্য রাজ্যের পাঁচ শতাধিক বেকার যুবক যুবতীদের জাপানে যাতে চাকরি প্রদান হয়।
তিনি বলেন,জাপান উন্নত দেশ।বর্তমানে জাপানে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে যাতে রাজ্যের বেকারের চাকরি হয় এ লক্ষ্যেই জাপানের এই সংস্থার সাথে এডিসি প্রশাসনের মৌ স্বাক্ষর হয়েছে।
তিনি বলেন,রাজ্যে ঘরে ঘরে শিক্ষিত যুবক যুবতী রয়েছে। তবে ধাপে ধাপে হাজারো বেকারের রাজ্যে সরকারী চাকরি প্রদান করছে রাজ্য সরকার। এখন পাশাপাশি রাজ্যের বেকারের মোটা বেতনে বিদেশে চাকরির সুযোগ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের সকল অংশের বেকার এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।জাপানের এই সংস্থার সাথে মেঘালয়,আসাম, মিজোরাম সরকারের পর ত্রিপুরা সরকারের অধীনে থাকা এডিসি প্রশাসনেরও চুক্তি হয়েছে
নেভিস হিউম্যান রিসোর্সের সিইও টাকাকো ওসিবুচি জানান, রাজ্যের সাথে মৌ স্বাক্ষর করে আমরা গর্বিত।
অনলাইন প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক…
অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অফিযানে ক্ষুব্ধ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছে করলেন নালিশ।বিশ্ববিদ্যালয়ের প্রায়…
অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…
গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে…
অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…