সর্বস্তরে চরম ক্ষোভ শীঘ্রই প্রত্যাহার দাবি!!

 সর্বস্তরে চরম ক্ষোভ শীঘ্রই প্রত্যাহার দাবি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিভিন্ন স্তরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছে অল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস (পিএনজি) কমার্শিয়াল কনজিউমার্স অ্যাসোসিয়েশন।সেসঙ্গে অ্যাসোর সঙ্গে এই সিদ্ধান্তের মাধ্যমে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড প্রতারণা করেছে। বৃহস্পতিবার,২১ নভেম্বর অ্যাসোর কার্যকরী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।সভায় অ্যাসোর তরফে গ্রহণ করা হয়েছে ধিক্কার প্রস্তাব।পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে দৈনিক সংবাদকে।
বুধবার,২০ নভেম্বর ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তরফে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে।সাধারণ বাড়িঘরে ও ব্যবহারের গ্যাস সহ সরকারী আবাসে ব্যবহারের গ্যাসের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান,কারখানায় ব্যবহৃত গ্যাস পিএনজির মতো যানবাহনে ব্যবহৃত পাইপলাইন গ্যাস সিএনজির মূল্যবৃদ্ধি করা হয়েছে।প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের মূল্যবৃদ্ধি করার ফলে সামগ্রিকভাবে চাপ পড়েছে সাধারণ মানুষের উপর।এ নিয়ে বিরোধী সিপিআই(এম)-র শ্রমিক সংগঠন সিআইটিইউর তরফে আগেই প্রতিবাদ করা হয়েছে।বলা হয়েছে,পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত পুরোপুরি জনবিরোধী। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়ে চলছে লাগামছাড়াভাবে।এর উপর পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি উঠেছে।এরপরই বাণিজ্যিকভবে পাইপলাইন র গ্যাসের ব্যবহারকারীদের সংগঠনের উ প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার সংগঠনের বৈঠকে এর কার্যকরী কমিটির সদস্যরা রীতিমতো তুলোধুনো করেছেন প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলকে। টিএনজিসিএলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভর্ৎসনা জানানো হয়েছে।এর বিরুদ্ধে অ্যাসোর তরফে তীব্র আন্দোলন গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন সবাই।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে এ নিয়ে টিএনজিসিএল কর্তৃপক্ষের কাছে চুক্তির খেলাপ করা নিয়ে কৈফিয়ত তলব করা হবে।কেননা গত ২৬ সেপ্টেম্বর অ্যাসোর প্রতিনিধিদের সঙ্গে টিএনজিসিএল কর্তৃপক্ষের এক বৈঠকে স্থির হয়েছে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধির আগে অ্যাসোর সঙ্গে আলোচনা করা হবে বলে।অথচ অ্যাসোর সঙ্গে কোনও ধরনের আলোচনা না করে পাইপলাইন গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে একতরফাভাবে।এটাকে চুক্তিভঙ্গের শামিল বলে মনে করেন অ্যাসোর সঙ্গে যুক্ত সবাই।এর বিরুদ্ধে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে। তাছাড়া টিএনজিসিএলের ঘোষিত সিদ্ধান্ত অনুসারে পিএনজির মূলবৃদ্ধি প্রতি একক তথা ইউনিটপিছু ৫০ পয়সা বৃদ্ধি করার কথা বলা হয়।বাস্তবে এর সঙ্গে জুড়বে ১৯.৫ শতাংশ সড়ক উন্নয়ন কর তথা সেস।গ্যাসের বাণিজ্যিকভাবে ব্যবহারকারীদের গ্যাস সরবরাহের চাপের উপর নির্দিষ্ট অঙ্ক গুনতে হবে।সব মিলিয়ে এককপিছু পাইপলাইন গ্যাসের মূল্য বৃদ্ধি হবে ৫০ পয়সার পরিবর্তে ৮৯ পয়সা করে।এ বিষয়ে বাণিজ্যিকভাবে পাইপলাইন গ্যাসের ব্যবহারকারীদের সংগঠনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.