সল্টলেক সেক্টর ফাইভে বিশাল আগুন!!

অনলাইন প্রতিনিধি :-সল্টলেক সেক্টর ফাইভের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পরপর দমকলের ৩টি ইঞ্জিন আসে।শুক্রবার দুপুরে হঠাৎই সল্টলেক সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে মধ্যে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই রাসায়নিক কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা গিয়েছে। তা থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান।প্রথমে স্থানীয়রাই আগুন দেখতে পান। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে কারখানা থেকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পরপর ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ চলে। ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী।