Categories: খেলা

সহজ ম্যাচ কঠিন করেই জিতলো ব্লাডমাউথ ক্লাব

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || সন্তোষ স্মৃতি এ ডিভিশন ঘরোয়া ক্লাব একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে দলগত সর্বনিম্ন স্কোর আপাতত মৌচাক ক্লাবের দখলে। লীগে নিজেদের প্রথম ম্যাচে পোলস্টারের বিরুদ্ধে ৮৭ রান করার পর আজ ব্লাডমাউথের বিরুদ্ধে মাত্র ৫৯ রানেই খতম হয়ে যায় ইনিংস।
যেন দলগত সর্বনিম্ন স্কোর গড়ার ক্ষেত্রে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলার মতো।পরপর দুই ম্যাচ হেরে মৌচাক এখন হার্ভের সঙ্গেই থাকছে। অন্যদিকে সহজ ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলো ব্লাডমাউথ।তবে ৩০০ বলে মাত্র ৬০ রান দরকার।এই লক্ষ্যে পৌঁছতেও ব্লাডমাউথকে তিনটা উইকেট খরচ করতে হলো বলে ক্লাব কর্মকর্তা,সভ্য সমর্থকদের হতাশ হতে হয়। যদিও এটাই ক্রিকেট।ম্যাচ জেতায় চার পয়েন্ট পেলো ব্লাডমাউথ।লীগের আজ নিজেদের প্রথম ম্যাচে আজ ব্লাডমাউথের সিনিয়র ক্রিকেটার স্পিন বোলার তুষার সাহাকে চমৎকার ফর্মে দেখা গেল।সাত ওভারে মাত্র ১৩ রান খরচ করে পাঁচ উইকেট তুলে তুষার একাই মৌচাকের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয়। তাকে যোগ্য সঙ্গ দেয় স্বরাব সাহানি ও মনির হোসেন। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আজ মৌচাক প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে ৪.৩ ওভারে ২১ রান উঠার পরই মিছিল শুরু হয়ে যায়।ওপেনার আনসুল পাণ্ডে ২৭ (৪৯) (৬x৪) একা লড়লেও অন্য প্রান্তে সমানে উইকেটের পতন চলতে থাকে।৪১/৩ থেকে একসময় মৌচাকের লড়াই ৫৯-এ থেমে যায়। যার অর্থ মাত্র ১০ রানে মৌচাক এ দিন আটজন ব্যাটারকে হারিয়ে বসে। শেষদিকের চারজন ব্যাটার রানের খাতায়ই খুলতে পারেনি।
তুষারের এক ওভারেই পাঁচ উইকেট হারিয়ে বসে এবং দলীয় ৪৯ রানের মধ্যেই পাঁচজন পরপর আউট হয়।বোলিংয়ে তুষার সাহা (৭-২-১৩-৫),মণির হোসেন (৪-১-৭-২) ও স্বরাব সাহানি (৪-০-১৫-২) চমৎকার বোলিং করে।ম্যাচ জেতার জন্য দরকার ৩০০ বলে মাত্র ৬০ রান।এই লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ব্লাডমাউথ অনিক পালকে (০) হারিয়ে বসে। দানবীর প্রথম উইকেট পায়।২০ রানের মাথায় ব্লাডমাউথ তার দ্বিতীয় ওপেনার বাপ্পা দাসকে (৮) হারিয়ে বসে।২৮ রানের মাথায় অরবিন্দ ভার্মা(৪) আউট।২৮/৩ হলে কৌশল আচার্যী-স্বরাব সাহানিকে নিয়ে দলকে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে দেয়।কৌশল ৩৪ বলে ৩৪(৩×৪),স্বরাব সাহানি ১৪ বলে ১০ (২×৪) অপরাজিত থেকে যায়। সাত উইকেটের জয় পায় ব্লাডমাউথ ক্লাব।দানবীর সিং,দিপ্তনু চক্রবর্তী ও শ্যামল বিশ্বাস একটি করে উইকেট পায়। আগামীকাল লীগে কোনও ম্যাচ নেই। ৬ মে তিনটি ম্যাচ হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

11 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

11 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

12 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

12 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

12 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

12 hours ago