Categories: খেলা

সহজ ম্যাচ কঠিন করেই জিতলো ব্লাডমাউথ ক্লাব

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || সন্তোষ স্মৃতি এ ডিভিশন ঘরোয়া ক্লাব একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে দলগত সর্বনিম্ন স্কোর আপাতত মৌচাক ক্লাবের দখলে। লীগে নিজেদের প্রথম ম্যাচে পোলস্টারের বিরুদ্ধে ৮৭ রান করার পর আজ ব্লাডমাউথের বিরুদ্ধে মাত্র ৫৯ রানেই খতম হয়ে যায় ইনিংস।
যেন দলগত সর্বনিম্ন স্কোর গড়ার ক্ষেত্রে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলার মতো।পরপর দুই ম্যাচ হেরে মৌচাক এখন হার্ভের সঙ্গেই থাকছে। অন্যদিকে সহজ ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলো ব্লাডমাউথ।তবে ৩০০ বলে মাত্র ৬০ রান দরকার।এই লক্ষ্যে পৌঁছতেও ব্লাডমাউথকে তিনটা উইকেট খরচ করতে হলো বলে ক্লাব কর্মকর্তা,সভ্য সমর্থকদের হতাশ হতে হয়। যদিও এটাই ক্রিকেট।ম্যাচ জেতায় চার পয়েন্ট পেলো ব্লাডমাউথ।লীগের আজ নিজেদের প্রথম ম্যাচে আজ ব্লাডমাউথের সিনিয়র ক্রিকেটার স্পিন বোলার তুষার সাহাকে চমৎকার ফর্মে দেখা গেল।সাত ওভারে মাত্র ১৩ রান খরচ করে পাঁচ উইকেট তুলে তুষার একাই মৌচাকের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয়। তাকে যোগ্য সঙ্গ দেয় স্বরাব সাহানি ও মনির হোসেন। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আজ মৌচাক প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে ৪.৩ ওভারে ২১ রান উঠার পরই মিছিল শুরু হয়ে যায়।ওপেনার আনসুল পাণ্ডে ২৭ (৪৯) (৬x৪) একা লড়লেও অন্য প্রান্তে সমানে উইকেটের পতন চলতে থাকে।৪১/৩ থেকে একসময় মৌচাকের লড়াই ৫৯-এ থেমে যায়। যার অর্থ মাত্র ১০ রানে মৌচাক এ দিন আটজন ব্যাটারকে হারিয়ে বসে। শেষদিকের চারজন ব্যাটার রানের খাতায়ই খুলতে পারেনি।
তুষারের এক ওভারেই পাঁচ উইকেট হারিয়ে বসে এবং দলীয় ৪৯ রানের মধ্যেই পাঁচজন পরপর আউট হয়।বোলিংয়ে তুষার সাহা (৭-২-১৩-৫),মণির হোসেন (৪-১-৭-২) ও স্বরাব সাহানি (৪-০-১৫-২) চমৎকার বোলিং করে।ম্যাচ জেতার জন্য দরকার ৩০০ বলে মাত্র ৬০ রান।এই লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ব্লাডমাউথ অনিক পালকে (০) হারিয়ে বসে। দানবীর প্রথম উইকেট পায়।২০ রানের মাথায় ব্লাডমাউথ তার দ্বিতীয় ওপেনার বাপ্পা দাসকে (৮) হারিয়ে বসে।২৮ রানের মাথায় অরবিন্দ ভার্মা(৪) আউট।২৮/৩ হলে কৌশল আচার্যী-স্বরাব সাহানিকে নিয়ে দলকে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে দেয়।কৌশল ৩৪ বলে ৩৪(৩×৪),স্বরাব সাহানি ১৪ বলে ১০ (২×৪) অপরাজিত থেকে যায়। সাত উইকেটের জয় পায় ব্লাডমাউথ ক্লাব।দানবীর সিং,দিপ্তনু চক্রবর্তী ও শ্যামল বিশ্বাস একটি করে উইকেট পায়। আগামীকাল লীগে কোনও ম্যাচ নেই। ৬ মে তিনটি ম্যাচ হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

10 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

10 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago