সহিদ মিঞা ও জাতীয় লাইন!

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২৩ বিধানসভা নির্বাচনের মুখে চড়িলামে সহিদ মিয়ার মৃত্যু এবং দেহ লইয়া পুলিশের বাড়াবাড়ির ঘটনায় মুখ লুকাইবার জায়গা খুঁজিতেছে ত্রিপুরা বিজেপি এবং বিজেপির সরকার। মুখ লুকাইতেছে তাহাদের দিল্লীর সর্বভারতীয় নেতৃত্বের সামনে। ত্রিপুরা ভোটের কৌশলে বিজেপি ২০২৩ বিধানসভার নির্বাচনে সিপাহিজলা বিপর্যে জেলায় আসন বাড়াইবার পরিকল্পনা লইয়াছিল।২০১৮ নির্বাচনে সিপাহিজলা জেলায় বিজেপির ফলাফল ছিল নিরাশাজনক। মুসলমান সংশ্লি অংশের মানুষের কাছ হইতে তাহারা প্রত্যাশা অনুযায়ী ভোট পায় নাই,যদিও রাজ্যে একজন সংখ্যালঘু অংশের প্রার্থীও রাখা হইয়াছিল এই জেলায়।

তেইশের ভোট এখনো ঘোষণা হয় নাই,কিন্তু সরকারী অনুষ্ঠানে সোনামুড়া মহকুমায় সম্প্রতি মুখ্যমন্ত্রী তাহার ভাষণে সংখ্যালঘু অংশের মানুষের প্রতি আহ্বান রাখিয়া বলিয়াছিলেন,সিপিএমের প্রচারণা হইতে বাহির হইয়া এইবার আপনারা বিচার করুন, বিজেপির পাঁচ বৎসরের শাসনে আপনারা কি বিশেষ কোনও অসুবিধায় ছিলেন?মুখ্যমন্ত্রী ২০২৩ নির্বাচনে তাহাদের সমর্থন চাহিয়াছেন সেইদিন। সংখ্যালঘু মুসলমান ইস্যুতে বিজেপি তাহার সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি পাল্টাইয়াছে।২০২৪ লোকসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপি ধর্মীয় সংখ্যালঘু মুসলমান অংশের মানুষের ভোট পাইতে চাহিতেছে। কথা এমন নহে যে পূর্বের কোনও নির্বাচনে তাহারা মুসলমানের ভোট চাহে নাই।

কিন্তু এই দফায় মুসলিম সম্প্রদায়কে কাছে টানিবার স্থানীয় সংবরণকৌশল তাহারা লইয়াছে। দেশে মোট জনসংখ্যার ২০ কোটি হচ্ছে। বামি রহিয়াছে মুসলমান।ইহাদের মধ্যে ১৬ হইতে ১৭ কোটি রহিয়াছে স্থানীয় সুপা দরিদ্র ও পশ্চাৎপদ। ইহাদিগকে পসমন্দা মুসলমান বলিয়া জানা যায়। গত জুলাই মাসে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানাইয়াছিলেন, এই সকল পশ্চাৎপদ মুসলমানদিগের জন্য কাজ করিবে তাহার সরকার। প্রধানমন্ত্রীর এই বক্তব্য মুসলমানেরা কতটা বিশ্বাস করিয়াছিল তাহা জানা না গেলেও খোদ বিজেপির নেতা কর্মীরাই প্রধানমন্ত্রীর বক্তব্যে অবাক হইয়াছিলেন।

কারণ মুসলমান বিরোধিতা দিয়া যে দলের উত্থান সেই দলের প্রধান যখন উহাদের কাছে টানিবার কথা বলেন তখন অবাক হইতেই হয়।কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হইতে দেশের মূল ভূখণ্ডে বিশেষত উত্তরপ্রদেশ, বিহারে বিজেপি পসমন্দাদের সহিত যোগাযোগ রক্ষার ধারাবাহিক কর্মসূচি হাতে লয়। এইবার জানিতে হয় পসমন্দা কী এবং পসমন্দা কাহারা।ফারসি শব্দ পসমন্দার অর্থ হইল পিছাইয়া পড়া। পসমন্দাদের সম্পর্কে জানিতে হইলে জানিতে হইবে হিন্দু বর্ণব্যবস্থা এই দেশে ইসলামকে প্রভাবিত করিতেছে কিনা। এই লইয়া নানান বিতর্ক রহিয়াছে এই দেশে। বিশ্বের প্রাচীনতম পেশাভিত্তিক সামাজিক স্তরবিন্যাস হইল হিন্দুদের বর্ণব্যবস্থা।

চতুর্বর্ণের বাহিরে অতিশূদ্র বা অস্পৃশ্যরা রহিয়াছে বিন্যাসের বাহিরে। গবেষকেরা বলিয়া থাকেন এই বর্ণব্যবস্থা এই দেশে ইসলামকে প্রভাবিত করিয়াছে। ইসলাম বলিয়া থাকে সকলেই সমান। তথাপিও সামাজিক রীতি রেওয়াজে ভেদাভেদ রহিয়াছে। মেলামেশা নাই, বিবাহের সম্পর্কও নাই নানান গোষ্ঠীর মধ্যে।এই বিভেদ বা বিভাজন এই দেশে তিনটি ভাগে বিভক্ত। সর্বাগ্রে রহিয়াছেন যাহারা তারা আশরাফ। মাঝে রহিয়াছে আজলাফ। আর সবার নিচে রহিয়াছে আরজাল। আজলাফ এবং আরজালকে একসঙ্গে পসমন্দা বা পিছাইয়া পড়া বলা হইয়া থাকে। এতদিন ধরিয়া মুসলমান সমাজে সকল সুযোগসুবিধা ১৫ শতাংশ আশরাফেরাই ভোগ করিয়া আসিয়াছে।

এই সমাজের নেতৃত্ব দিয়া আসিয়াছেন তাহারাই। মুসলমান সমাজের এই অর্থনৈতিক এবং সামাজিক দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে চিহ্নিত করিয়াছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পসমন্দা লইয়া যাহারা গবেষণা করিতেছেন তাহাদের বক্তব্য, বিজেপি মুসলমান সমাজের এই দ্বিধা দ্বন্দ্ব রাজনৈতিক স্তরে কাজে লাগাইতে চাহিতেছে।অবশ্য মুসলমানদের পসমন্দা লইয়া প্রধানমন্ত্রী হইবার আগে হইতেই চর্চায় রাখিতেন নরেন্দ্র মোদি। জানা যায়, ২০১৩ সালে প্রধানমন্ত্রী হইবার এক বৎসর আগে রমজান মাসে উত্তরপ্রদেশের পসমন্দাদিগের কথা শুনিয়াছিলেন টানা ৪৫ মিনিট ধরিয়া তাহাদের অনুষ্ঠানে বসিয়া। রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল মনে করিতেছে, সম্প্রতি মহানবি লইয়া নূপুর শর্মা যে বক্তব্য রাখিয়াছিলেন তাহার কঠোর বিরোধিতা হইয়াছিল।

উপসাগরীয় দেশ,পশ্চিম এশিয়া দেশগুলিতে। নয়াদিল্লী মনে করে সেই সকল দেশগুলির সহিত দীর্ঘদিনের যোগাযোগ থাকিবার কারণে অভিজাত আশরাফেরা নূপুর শর্মা ইস্যুতে সেই সকল দেশসমূহকে প্রভাবিত করিয়াছিল।বিজেপি এখন মনে করিতেছে, অভিজাত আশরাফদিগের সামাজিক রাজনীতিক প্রভাব খাটো হওয়া দরকার। সেই সকল ভাবনা হইতেই ৮০/৮৫ শতাংশ গরিব পসমন্দা মুসলমানকে অভিজাত আশরাফদের কাছ হইতে বিচ্ছিন্ন করিবার চেষ্টা করিবে বিজেপি। এখন প্রশ্ন আসিতেছে, ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের সম্পর্কে এই যখন বিজেপির সর্বভারতীয় অবস্থান,তখন চড়িলামের পসমন্দা মুসলমান শহিদ মিয়াকে লইয়া ত্রিপুরা বিজেপির অন্দরে কি ভিন্ন আলোচনা চলিতেছে?

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

12 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

18 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

20 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

21 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

21 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

21 hours ago