সাংবাদিকদের পথ অবরোধ!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। সাংবাদিক হেনস্থার প্রতিবাদে এবং দোষি পুলিশ কর্মীর শাস্তির দাবিতে উদয়পুর এর কর্তব্যরত সাংবাদিকরা মঙ্গলবার সকাল এগারোটা থেকে রাধাকিশোরপুর থানার সামনে পথ অবরোধ করে। একঘন্টা পথ অবরোধের পরেও পুলিশের তরফ থেকে ইতিবাচক সারা না পেয়ে ক্ষুব্দ সাংবাদিকরা দুপুর সাড়ে বারোটা থেকে নেতাজী সুভাষ সেতুর উপর জাতীয় সড়ক অবরোধ করে। হঠাৎ করে সাংবাদিকদের পথ অবরোধের ফলে জাতীয় সড়কের অবরোধ স্থলের দুই পাশে প্রচুর যানবাহন আটকা পরে যায়। দুপুর দেড়টা নাগাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবরোধ স্থলে এসে সাংবাদিকদের আলোচনার মাধ্যমে ঘটনা নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলে, সাংবাদিকরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়।