দৈনিক সংবাদ অনলাইন, অমরপুর।। খবর সংগ্রহ করতে গিয়ে এনএইচআইডিসিএল এর ম্যানেজার কর্তৃক দৈহিক লাঞ্ছনার শিকার হয়েছেন অমরপুরের সাংবাদিক প্রদীপ দেবনাথ। বিগত বেশ কয়েক মাস যাবত অমরপুর ট্রাইজংসন থেকে দলুমাস্থিত পঞ্চম বাহিনী টিএসআর সদর কার্যালয় পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের বেহাল অবস্থা হয়ে আছে। তার মধ্যেই বুধবার একটি সরকারী কর্ম সূচীতে ওই সড়ক পথেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নুতন বাজার যাওয়ার কথা। এ নিয়ে দৈনিক সংবাদ অনলাইনে সংবাদ প্রকাশিত হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। দাবরানি খেয়ে ওই সড়কের রক্ষনাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত নির্মান সংস্থা এনএইচআইডিসিএল এর কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জোরাতাপ্পি দিয়ে বেহাল সড়কের সংস্কার কাজ শুরু করে। রাতের অন্ধকারে নিম্ন মানের ইট ফেলে বেহাল সড়কের গর্ত ভরাট করে পাপ ঢাকার কাজ চলতে থাকে।
স্থানীয় মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে অমরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক প্রদীপ দেবনাথ ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে যায়। সাংবাদিক জানতে চান, কেন মাসের পর মাস বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার কাজ করা হলো না? আর কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরের আগেরদিন রাতের অন্ধকারে সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে? এতেই সংস্কারের তত্ত্বাবধানে থাকা তিন জন এনএইচআইডিসিএল এর আধিকারিকরা তেলে বেগুনে জ্বলে উঠেন। ম্যানেজার জনৈক অমিত কুমার গুপ্তা সাংবাদিক প্রদীপ দেবনাথের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করেন। দৈহিক লাঞ্ছিত করেন এবং হাতের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের তরফে ঘটনাস্থল থেকেই বিষয়টি ফোনে অমরপুর প্রেসক্লাবের গোচরে নেওয়া হয়। এরপরই ম্যানেজার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনা জানাজানি হতেই অমরপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অমরপুর প্রেসক্লাবের ও টিডব্লিওজেএ অমরপুর মহকুমার কমিটির তরফে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ম্যানেজার অমিত কুমার গুপ্তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…
অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…
অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…
অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…
অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…
অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…