দৈনিক সংবাদ অনলাইন, অমরপুর।। খবর সংগ্রহ করতে গিয়ে এনএইচআইডিসিএল এর ম্যানেজার কর্তৃক দৈহিক লাঞ্ছনার শিকার হয়েছেন অমরপুরের সাংবাদিক প্রদীপ দেবনাথ। বিগত বেশ কয়েক মাস যাবত অমরপুর ট্রাইজংসন থেকে দলুমাস্থিত পঞ্চম বাহিনী টিএসআর সদর কার্যালয় পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের বেহাল অবস্থা হয়ে আছে। তার মধ্যেই বুধবার একটি সরকারী কর্ম সূচীতে ওই সড়ক পথেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নুতন বাজার যাওয়ার কথা। এ নিয়ে দৈনিক সংবাদ অনলাইনে সংবাদ প্রকাশিত হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। দাবরানি খেয়ে ওই সড়কের রক্ষনাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত নির্মান সংস্থা এনএইচআইডিসিএল এর কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জোরাতাপ্পি দিয়ে বেহাল সড়কের সংস্কার কাজ শুরু করে। রাতের অন্ধকারে নিম্ন মানের ইট ফেলে বেহাল সড়কের গর্ত ভরাট করে পাপ ঢাকার কাজ চলতে থাকে।
স্থানীয় মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে অমরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক প্রদীপ দেবনাথ ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে যায়। সাংবাদিক জানতে চান, কেন মাসের পর মাস বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার কাজ করা হলো না? আর কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরের আগেরদিন রাতের অন্ধকারে সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে? এতেই সংস্কারের তত্ত্বাবধানে থাকা তিন জন এনএইচআইডিসিএল এর আধিকারিকরা তেলে বেগুনে জ্বলে উঠেন। ম্যানেজার জনৈক অমিত কুমার গুপ্তা সাংবাদিক প্রদীপ দেবনাথের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করেন। দৈহিক লাঞ্ছিত করেন এবং হাতের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকদের তরফে ঘটনাস্থল থেকেই বিষয়টি ফোনে অমরপুর প্রেসক্লাবের গোচরে নেওয়া হয়। এরপরই ম্যানেজার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনা জানাজানি হতেই অমরপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অমরপুর প্রেসক্লাবের ও টিডব্লিওজেএ অমরপুর মহকুমার কমিটির তরফে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ম্যানেজার অমিত কুমার গুপ্তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…