সাংসদ স্বাস্থ্য ক্যাম্প

 সাংসদ স্বাস্থ্য ক্যাম্প
এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতীয় জনতা পার্টির সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী জনস্বার্থ মূলক কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরার রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের তিন জেলায় তিনটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। এই স্বাস্থ্য শিবিরে দেশের প্রতিথযশা বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত আছেন। সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরাও। শুক্রবার প্রথম শিবির অনুষ্ঠিত হয় মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। শিবির শুরু হয়েছে সকাল সাড়ে দশটা থেকে।

সাংসদ শ্রী দেব শিবিরে উপস্থিত থেকে এবং স্হানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সবকিছু দেখাশোনা করেছেন। আগামীকাল শিবির অনুষ্ঠিত হবে খোয়াই টাউন হলে। পরদিন ৩০ এপ্রিল শিবির অনুষ্ঠিত হবে শান্তির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে। দুটো শিবিরেই উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং স্হানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাপনায় খুশি হয়ে প্রথমেই কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী তথা মোহনপুর বিধানসভার বিধায়ক রতন লাল নাথ-র প্রশংসায় পঞ্চমুখ হন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরায় করোনা মোকাবেলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়াও বলেন, মোহনপুরবাসী খুবই ভাগ্যবান যে, ওনার মতো বিধায়ক পেয়েছেন। ‘রতন বাবু আগে বিধায়ক পরে মন্ত্রী অনেকে আগে মন্ত্রী হয়ে যান পরে বিধায়ক হন।’ তিনি যেন সবসময় এমনই থাকেন।
পাশাপাশি তিনি আরও বলেন, আগে টাকার অভাবে মানুষ অসুখ হলেও ঘরে বসে থাকতো বিনা চিকিৎসায়। কিন্তু প্রধানমন্ত্রীর আয়ুষ্মান যোজনার কার্ড আসার পর থেকে মানুষের মনোবল বেড়েছে এবং স্বাস্থ্যের প্রতি অনেকটা সচেতন হয়েছে। এছাড়াও তিনি বলেন, স্বাস্থ্য প্যারামিটারে গোটা পৃথিবীতে ভারতবর্ষ এখন সবচাইতে বড় স্বাস্থ্য বাজার।
সর্বোপরি, এই সাংসদ স্বাস্থ্য ক্যাম্পের দ্বারা রাজ্যবাসী উপকৃত হবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.