সাংসদ স্বাস্থ্য ক্যাম্প

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতীয় জনতা পার্টির সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী জনস্বার্থ মূলক কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরার রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের তিন জেলায় তিনটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। এই স্বাস্থ্য শিবিরে দেশের প্রতিথযশা বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত আছেন। সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরাও। শুক্রবার প্রথম শিবির অনুষ্ঠিত হয় মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। শিবির শুরু হয়েছে সকাল সাড়ে দশটা থেকে।

সাংসদ শ্রী দেব শিবিরে উপস্থিত থেকে এবং স্হানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সবকিছু দেখাশোনা করেছেন। আগামীকাল শিবির অনুষ্ঠিত হবে খোয়াই টাউন হলে। পরদিন ৩০ এপ্রিল শিবির অনুষ্ঠিত হবে শান্তির বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে। দুটো শিবিরেই উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং স্হানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাপনায় খুশি হয়ে প্রথমেই কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী তথা মোহনপুর বিধানসভার বিধায়ক রতন লাল নাথ-র প্রশংসায় পঞ্চমুখ হন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরায় করোনা মোকাবেলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়াও বলেন, মোহনপুরবাসী খুবই ভাগ্যবান যে, ওনার মতো বিধায়ক পেয়েছেন। ‘রতন বাবু আগে বিধায়ক পরে মন্ত্রী অনেকে আগে মন্ত্রী হয়ে যান পরে বিধায়ক হন।’ তিনি যেন সবসময় এমনই থাকেন।
পাশাপাশি তিনি আরও বলেন, আগে টাকার অভাবে মানুষ অসুখ হলেও ঘরে বসে থাকতো বিনা চিকিৎসায়। কিন্তু প্রধানমন্ত্রীর আয়ুষ্মান যোজনার কার্ড আসার পর থেকে মানুষের মনোবল বেড়েছে এবং স্বাস্থ্যের প্রতি অনেকটা সচেতন হয়েছে। এছাড়াও তিনি বলেন, স্বাস্থ্য প্যারামিটারে গোটা পৃথিবীতে ভারতবর্ষ এখন সবচাইতে বড় স্বাস্থ্য বাজার।
সর্বোপরি, এই সাংসদ স্বাস্থ্য ক্যাম্পের দ্বারা রাজ্যবাসী উপকৃত হবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Dainik Digital

Recent Posts

রাহ-বীর প্রকল্প!

অনলাইন প্রতিনিধি :-যান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ক্ষেত্রে পথচারী সহ নাগরিকরা অনেক ক্ষেত্রে দ্বিধাগ্রস্থ হতে দেখা…

7 hours ago

BSF-এর হাতে পাকড়াও পাক রেঞ্জার!!

অনলাইন প্রতিনিধি :-এর হাতে পাকড়াও এক পাক রেঞ্জার। বিএসএফ সূত্রে দাবী, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে…

8 hours ago

কোঝিকোড় মেডিক্যাল কলেজে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত ৪!!

অনলাইন প্রতিনিধি :-কোঝিকোড় মেডিক্যাল কলেজে শুক্রবার রাতে ক্যাজুয়ালিটি ব্লকে ইউপিএস রুম থেকে বিস্ফোরণের শব্দ শোনা…

9 hours ago

গোয়ার শিরগাঁও মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক! আহত ৫০ এর বেশি পুণ্যার্থী!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার গভীর রাতে গোয়ার শিরগাঁওয়ের মন্দিরে বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নিয়েছিলেন…

15 hours ago

সময়োপযোগী শিক্ষায় গুরুত্ব দিক শিক্ষার্থীরা: মুখ্যমন্ত্রী

অনলাইন প্রতিনিধি:- রামনগর উচ্চতর মাধ্যমিক (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় পরিসরে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠান…

17 hours ago

রোগীর অস্ত্রোপচারে রক্ত দিয়ে নজির গড়লেন চিকিৎসক!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এক রোগীর অস্ত্রোপচার করার জন্য পরিবারের তরফে রক্তের ব্যবস্থা…

17 hours ago