সাতদিনের মধ্যেই ২২ গজের যুদ্ধে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

 সাতদিনের মধ্যেই ২২ গজের যুদ্ধে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান
এই খবর শেয়ার করুন (Share this news)

সাতদিনের ব্যবধানেই গজের যুদ্ধে বদলা নিলো পাকিস্তান । আটাশ আগষ্ট এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেটের গ্রুপ লীগের ম্যাচে দুই বল বাকি থাকতে ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল । রবিবার সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তান কিন্তু এক বল বাকি থাকতে পাঁচ উইকেটে ভারতকে পরাজিত করে । রবিবার ভারতীয় বোলিং এবং অবশ্যই ফিল্ডিং ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না । ফলে বিরাটরা দলকে ১৮১ রানের পুঁজি এনে দিলেও ম্যাচটা ভারত শেষ ধরে রাখতে পারেনি । এদিন ভারত প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কুড়ি ওভারে ১৮১ রান করে । দলের হয়ে সবচেয়ে বেশি রান প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির । জবাব দিতে নেমে পাকিস্তান ১৯.৫ ওভারে প্ত উইকেটে ১৮২ রান করে । ফলে তারা পাঁচ উইকেটে জয় তুলে আগের ম্যাচের বদলা নেয় । সুপার ফোর এখন জমে উঠেছে । গতকাল আফগানদের হারিয়েছে শ্রীলঙ্কা । রবিবার পাকিস্তান হারিয়ে দেয় ভারতকে । ফলে আপাতত সুপার ফোরে এগিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান । আজ কোনও ম্যাচ নেই । তবে ভারতের কাছে শেষ দুটি ম্যাচ মহা ফাইনাল বলা চলে । এর আগে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার জন্য ভারতকে আমন্ত্রণ জানায় । কেএল রাহুলকে সাথে নিয়ে ক্রিজে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । এই জুটি রানের ঝড় তোলার চেষ্টা করে । পাঁচ ওভারেই পঞ্চাশ রান যোগ হয় । ৫.১ ওভারে ভারতের প্রথম উইকেটের পতন হয় ৫৪ রানে । রোহিত শর্মা ১৬ বলে ২৮ রান করে রৌফর শিকার হয় । ক্রিজে বিরাট কোহলি । তবে কোহলির সঙ্গে বেশি সময় থাকতে পারেনি রাহুল । দলীয় ৬২ রানে রাহুল বিদায় নেয় ২০ বলে ২৮ রান করে । সূর্যকুমার যাদব ১০ বলে ১৩ , ঋষভ পন্থ ১২ বলে ১৪ , পান্ডিয়া শূন্য রানে বিদায় নেয় । দলকে টেনে তোলার চেষ্টা করেন বিরাট কোহলি । ৪৪ বলে ৬০ রানের একটা দারুণ ইনিংস খেলে যান বিরাট । বিরাটের ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয় । দীপক হুদা ১৪ বলে ১৬ রান করে । ভারত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রানে পৌঁছায় । পাকিস্তানের পক্ষে শাদাব খান ৩১ রানে দুটি উইকেট পায় । এছাড়া , নাসিম শাহু , মহ : হাসনাইন , হাবিস রৌফ এবং মহ : নওয়াজ একটি করে উইকেট পায় । ভারতকে জবাব দিতে হলে ২০ ওভারে ১৮২ রান করতে হবে । খেলতে নামে পাকিস্তান । তবে অধিনায়ক বাবর আজম আজ দ্রুত বিদায় নেন । ১০ বলে ১৪ রান করে রবির শিকার হয় বাবর । ক্রিজে রিজওয়ান ও জামান । ১২৮ রানের লক্ষ্য । জামান ( ১৫ ) দ্রুত বিদায় নেয় । তবে রিজওয়ান ও নওয়াজ দলের হাল ধরে । এরা দলকে ৬৩ থেকে ১৩৬ রানে টেনে নিয়ে যায় । নওয়াজ ৪২ রান করে ফিরে যান । রিজওয়ান ৭১ রানের একটি শানদার ইনিংস খেলেন । শেষদিকে খুশদিল শাহ ( ১৪ ) , আসিফ আলি ( ১৬ ) পাকিস্তানকে জয়ের রাস্তা দেখায় । ম্যাচের এক বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান । ১৯.৫ ওভারে ৫ উইকেটে ১৮২ রান পাকিস্তানের । গত রবিবারের হারের বদলা এই রবিবারে নিল পাকিস্তান ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.