Categories: খেলা

সাতদিনের মধ্যেই ২২ গজের যুদ্ধে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

এই খবর শেয়ার করুন (Share this news)

সাতদিনের ব্যবধানেই গজের যুদ্ধে বদলা নিলো পাকিস্তান । আটাশ আগষ্ট এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেটের গ্রুপ লীগের ম্যাচে দুই বল বাকি থাকতে ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল । রবিবার সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তান কিন্তু এক বল বাকি থাকতে পাঁচ উইকেটে ভারতকে পরাজিত করে । রবিবার ভারতীয় বোলিং এবং অবশ্যই ফিল্ডিং ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না । ফলে বিরাটরা দলকে ১৮১ রানের পুঁজি এনে দিলেও ম্যাচটা ভারত শেষ ধরে রাখতে পারেনি । এদিন ভারত প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কুড়ি ওভারে ১৮১ রান করে । দলের হয়ে সবচেয়ে বেশি রান প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির । জবাব দিতে নেমে পাকিস্তান ১৯.৫ ওভারে প্ত উইকেটে ১৮২ রান করে । ফলে তারা পাঁচ উইকেটে জয় তুলে আগের ম্যাচের বদলা নেয় । সুপার ফোর এখন জমে উঠেছে । গতকাল আফগানদের হারিয়েছে শ্রীলঙ্কা । রবিবার পাকিস্তান হারিয়ে দেয় ভারতকে । ফলে আপাতত সুপার ফোরে এগিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান । আজ কোনও ম্যাচ নেই । তবে ভারতের কাছে শেষ দুটি ম্যাচ মহা ফাইনাল বলা চলে । এর আগে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার জন্য ভারতকে আমন্ত্রণ জানায় । কেএল রাহুলকে সাথে নিয়ে ক্রিজে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । এই জুটি রানের ঝড় তোলার চেষ্টা করে । পাঁচ ওভারেই পঞ্চাশ রান যোগ হয় । ৫.১ ওভারে ভারতের প্রথম উইকেটের পতন হয় ৫৪ রানে । রোহিত শর্মা ১৬ বলে ২৮ রান করে রৌফর শিকার হয় । ক্রিজে বিরাট কোহলি । তবে কোহলির সঙ্গে বেশি সময় থাকতে পারেনি রাহুল । দলীয় ৬২ রানে রাহুল বিদায় নেয় ২০ বলে ২৮ রান করে । সূর্যকুমার যাদব ১০ বলে ১৩ , ঋষভ পন্থ ১২ বলে ১৪ , পান্ডিয়া শূন্য রানে বিদায় নেয় । দলকে টেনে তোলার চেষ্টা করেন বিরাট কোহলি । ৪৪ বলে ৬০ রানের একটা দারুণ ইনিংস খেলে যান বিরাট । বিরাটের ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয় । দীপক হুদা ১৪ বলে ১৬ রান করে । ভারত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রানে পৌঁছায় । পাকিস্তানের পক্ষে শাদাব খান ৩১ রানে দুটি উইকেট পায় । এছাড়া , নাসিম শাহু , মহ : হাসনাইন , হাবিস রৌফ এবং মহ : নওয়াজ একটি করে উইকেট পায় । ভারতকে জবাব দিতে হলে ২০ ওভারে ১৮২ রান করতে হবে । খেলতে নামে পাকিস্তান । তবে অধিনায়ক বাবর আজম আজ দ্রুত বিদায় নেন । ১০ বলে ১৪ রান করে রবির শিকার হয় বাবর । ক্রিজে রিজওয়ান ও জামান । ১২৮ রানের লক্ষ্য । জামান ( ১৫ ) দ্রুত বিদায় নেয় । তবে রিজওয়ান ও নওয়াজ দলের হাল ধরে । এরা দলকে ৬৩ থেকে ১৩৬ রানে টেনে নিয়ে যায় । নওয়াজ ৪২ রান করে ফিরে যান । রিজওয়ান ৭১ রানের একটি শানদার ইনিংস খেলেন । শেষদিকে খুশদিল শাহ ( ১৪ ) , আসিফ আলি ( ১৬ ) পাকিস্তানকে জয়ের রাস্তা দেখায় । ম্যাচের এক বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান । ১৯.৫ ওভারে ৫ উইকেটে ১৮২ রান পাকিস্তানের । গত রবিবারের হারের বদলা এই রবিবারে নিল পাকিস্তান ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

17 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

17 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago