দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।। রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজ গুলিতে বিনা খরচে ছাত্রীদের পড়াশুনার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাখী বন্ধনের দিন সকালে এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা। পাশাপাশি মহিলাদের বিশেষ সুরক্ষার ক্ষেত্রে ১০৯১ সিকিউরিটি হেল্প লাইন নম্বর চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি বলেন, সরকার মহিলাদের সুরক্ষায় সর্বদা সচেষ্ট।
তাই শুধু নম্বর চালু করাই নয়, হেল্প লাইন নম্বরের মাধ্যমে অতি দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে নিজ বাসভবনে বোনদের থেকে রাখি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রাখি বন্ধন অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের মহিলাদের জন্য এই বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় আরও ৪০০ টি সিসিটিভি ক্যামেরা ১২ টি অটোমেটিক নাম্বার প্লেট চিহ্নিতকরণের ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানান মুখ্যমন্ত্রী।
বিশেষ যে সকল জায়গায় নিরাপত্তার ক্ষেত্রে অসুবিধা রয়েছে, সেই সব জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে এই ক্যামেরা বসানো হবে। এর জন্য প্রথম পর্যায়ে ১৫০ ক্যামেরা বসানো হবে। যার জন্য খরচ হবে ৭ কোটি ৬১ লক্ষ টাকা।এছাড়াও রাজ্যের প্রত্যেক থানায় মহিলা পুলিশ ও কনস্টেবল দ্বারা এই হেল্পলাইন নাম্বার চালু রয়েছে যেখানে মহিলারা তাঁদের অভিযোগ জানাতে পারবেন। অনুষ্ঠান শেষে সাংবাদিক দের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…