নেপালে অনুষ্ঠিত মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে নিজেদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে উড়িয়ে দিল ভারতের মহিলা ফুটবল দল । শনিবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ৯-০ গোলে মালদ্বীপকে হারালেন অদিতি চৌহানরা । পাশাপাশি পরপর দুই ম্যাচ জিতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় দল । ভারত বিরতির আগেই ৩-০ এগিয়ে যায় । ভারতের হয়ে এ দিন অঞ্জু তামাঙ হ্যাটট্রিক সহ চার গোল করেছেন । দাঙমেই গ্রেসও ভারতের হয়ে জোড়া গোল করেন । এ দিন ম্যাচের ২৪ তম মিনিটেই অঞ্জুই ভারতের হয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন । প্রিয়াঙ্কা দেবী প্রথমার্ধের শেষের দিকে ভারতের লিড দ্বিগুণ করেন ।
তবে ৪২ মিনিটে তার গোলটিই কিন্তু প্রথমার্ধে ভারতের শেষ গোল ছিল না । প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন অঞ্জু। ৩-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত । দ্বিতীয়ার্ধেও ভারত আক্রমণের ঝাঁঝ বাড়ায় । যার জেরে মালদ্বীপের ডিফেন্স একেবারে এলোমেলো হয়ে যায় । দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল করেন গ্রেস । সৌম্যা গুগুলথ তার ঠিক দুই মিনিট পরে গোল করে ভারতকে ৫-০ এগিয়ে দেন । এরপর প্রায় আধা ঘন্টা আর কোনও গোল হয়নি । কিন্তু নির্ধারিত সময়ের শেষ ছয় মিনিটে চারটি গোল করে ভারত ।
৮৪ মিনিটে কাশমিনা গোল করেন । ৮৫ মিনিটে অঞ্জু নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন । ৮৬ মিনিটে গ্রেস নিজের দ্বিতীয় গোলটি করেন । এর দুই মিনিট পরে ম্যাচে নিজের চতুর্থ ও ভারতের হয়ে নবমবার ফের জালে বল জড়ান অঞ্জু । ভারতীয় দল প্রথম ম্যাচে পাকিস্তানকে দাপুটে মেজাজে ৩-০ গোলে পরাজিত করেছিল । এরপর মালদ্বীপকে ৯-০ গোলে হারানোর ফলে দুই ম্যাচ শেষে ভারতীয় দলের মোট পয়েন্ট হল ছয় । এই দুই জয়ের হাত ধরেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন ব্লু টাইগ্রেসরা । অঞ্জু তামাঙরা ১৩ সেপ্টেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…