সাব্রুমে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

চলতি বছরেই সাব্রুমে একটা আধুনিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হতে চলেছে । জানিয়েছেন সাক্রমের বিধায়ক শঙ্কর রায় । ইতিমধ্যে সাব্রুম সরকারী কলেজের ভিতর প্রায় পঁচিশ কানি জমির উপরে তা গড়ে তোলা হবে বলে শ্রীরায় জানিয়েছেন । সংবাদ সূত্রে জানা যায় যে , ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা সাব্রুমে এসে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন এবং তা গড়ে তুলতে সবুজ সংকেত সাব্রুম ক্রিকেট অ্যাসোকে দিয়ে গিয়েছেন বলে জানা যায় । সাব্রুমের জনগণের দীর্ঘ দশকের দাবি ছিলো যে মহকুমাতে যেন একটা ভালো ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হয় । স্থানীয় জনগণ এবং সাব্রুম ক্রিকেট অ্যাসো থেকে বারবার বিষয়টি এলকার বিধায়ককে জানালে শেষ পর্যন্ত বিধায়ক জমি দেওয়ার ব্যবস্থা করেন । পুরানো কলেজ স্টেডিয়াম থাকলেও তাতে স্টেডিয়ামের জমি নিয়ে দীর্ঘ দশক জট লেগেছিল ।

শেষ পর্যন্ত উক্ত জমি বাদ দিয়ে সাব্রুম সরকারী কলেজের উত্তর প্রান্তে বিশাল জায়গা থাকাতে তাতে এবার স্টেডিয়াম গড়ে তুলতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেন এলাকার বিধায়ক । গত ১৫ জুন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্পেশাল জেনারেল বডির আলোচনাতে বলা হয়েছে , সারা ত্রিপুরাতে ক্রিকেট টুর্নামেন্টের জন্য ভালো স্টেডিয়ামে গড়ে তোলা হবে । দক্ষিণ জেলাতে একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে স্পেশাল জেনারেল বডিতে আলোচনা হয় । আগামীদিনে যেহেতু সাব্রুম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল প্রবেশপথ তাই সেখানেই উক্ত স্টেডিয়াম এই মহকুমাতে গড়ে তুলতে টিসিএ বদ্ধপরিকর । রাজ্য টিসিএর নতুন সভাপতি তপন কুমার লোধও সাক্রমের বিষয়টি সম্পর্কে অবগত আছে বলে জানা যায় ।

সংবাদ সূত্রে জানা যায় , পঁচিশ কানি জমির উপরে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হবে সেখানে প্রথমিকভাবে কিছু কাজ হয়ে গিয়েছে । টিসিএর একদল ইঞ্জিনীয়ার এসে জায়গার মাপযোগ করে গিয়েছে । তারপর থেকেই এলাকার বিধায়ক বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনা করে বলে জানা যায় । সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই তার ভিত্তিপ্রস্থর করা হবে জানা যায় । ইতিমধ্যে সাব্রুমের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই খবর চাউর হতেই খুশির হাওয়া দেখা দিয়েছে । সবার একই বক্তব্য , দীর্ঘ দশক পরে সাব্রুমের জনগণের আশা পূরণ করতে চলেছে টিসিএ ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

14 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

14 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

14 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

14 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

14 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

14 hours ago