দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || দীর্ঘ সাড়ে চার বছর পরে সাব্রুম মহকুমার শ্রীনগর এলাকার সীমান্ত হাট ফের একবার চালু হতে চলছে। চলতি মাসের ৯ তারিখ থেকে শ্রীনগরের সীমান্ত হাট খুলতে চলছে। ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তের পোয়াংবাড়ি ব্লক এলাকায় বাংলাদেশের ছাগলনাইয়া অঞ্চলের মধ্যে ২০১৩ সালের ১৩ জানুয়ারী বর্তমান দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে শ্রীনগর সীমান্ত হাটের সূচনা হয়।কিন্তু ২০১৯ সালে কোভিড-১৯ দেখা দেওয়াতে দুই দেশ পুরোপুরিভাবে সীমান্ত হাট বন্ধ করে দেয়।পরবর্তী সময়ে করোনা জয় করে সারা পৃথিবীব্যাপী ফের সব চালু হলেও নানা কারণে ভারত-বাংলাদেশের মধ্যে গড়ে উঠা সীমান্ত হাট বন্ধ হয়ে থাকে। কোনওভাবেই তা চালু হতে পারছে না।গত মাসে রাজ্যের রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে যে বন্ধ থাকা সীমান্ত হাটগুলি যেন ফের চালু করা হয়। শুধু তাই নয়, শ্রীদেব বিষয় রাজ্যসভাতেও উত্থাপিত করে। শেষ পর্যন্ত ভারত সরকার বিষয়টি নিয়ে ঢাকার সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলে বলে জানা যায়। দীর্ঘ প্রতিক্ষার পরে আগামী ৯ মে থেকে সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি ব্লক এলাকার শ্রীনগরের সীমান্ত হাট খুলতে চলছে। এদিকে আজ বিষয়টি প্রকাশ্য আসতেই মহকুমা জনগণের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে।
শ্রীনগর এলাকার জনগণ রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়েছেন। সাব্রুম মহকুমা প্রশাসনের সূত্রে জানা যায়, আগে যেভাবে দুই দেশের নিয়ম মেনে প্রতি মঙ্গলবার খোলা হবে সকাল দশটায়।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…