দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || দীর্ঘ সাড়ে চার বছর পরে সাব্রুম মহকুমার শ্রীনগর এলাকার সীমান্ত হাট ফের একবার চালু হতে চলছে। চলতি মাসের ৯ তারিখ থেকে শ্রীনগরের সীমান্ত হাট খুলতে চলছে। ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তের পোয়াংবাড়ি ব্লক এলাকায় বাংলাদেশের ছাগলনাইয়া অঞ্চলের মধ্যে ২০১৩ সালের ১৩ জানুয়ারী বর্তমান দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে শ্রীনগর সীমান্ত হাটের সূচনা হয়।কিন্তু ২০১৯ সালে কোভিড-১৯ দেখা দেওয়াতে দুই দেশ পুরোপুরিভাবে সীমান্ত হাট বন্ধ করে দেয়।পরবর্তী সময়ে করোনা জয় করে সারা পৃথিবীব্যাপী ফের সব চালু হলেও নানা কারণে ভারত-বাংলাদেশের মধ্যে গড়ে উঠা সীমান্ত হাট বন্ধ হয়ে থাকে। কোনওভাবেই তা চালু হতে পারছে না।গত মাসে রাজ্যের রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে যে বন্ধ থাকা সীমান্ত হাটগুলি যেন ফের চালু করা হয়। শুধু তাই নয়, শ্রীদেব বিষয় রাজ্যসভাতেও উত্থাপিত করে। শেষ পর্যন্ত ভারত সরকার বিষয়টি নিয়ে ঢাকার সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলে বলে জানা যায়। দীর্ঘ প্রতিক্ষার পরে আগামী ৯ মে থেকে সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি ব্লক এলাকার শ্রীনগরের সীমান্ত হাট খুলতে চলছে। এদিকে আজ বিষয়টি প্রকাশ্য আসতেই মহকুমা জনগণের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে।
শ্রীনগর এলাকার জনগণ রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়েছেন। সাব্রুম মহকুমা প্রশাসনের সূত্রে জানা যায়, আগে যেভাবে দুই দেশের নিয়ম মেনে প্রতি মঙ্গলবার খোলা হবে সকাল দশটায়।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…