সাব্রুম জুড়লো রেলপথে, শুরু ট্রেন চলাচল!!
অনলাইন প্রতিনিধি :-শেষ
পর্যন্ত চব্বিশ দিনের মাথায় রাজ্যের দক্ষিণাংশের রেলপথ সচল হলো।শুরু হলো যাত্রীবাহী ডেমো ট্রেনের চলাচল।তবে সাব্রুম নয়, ডেমো ট্রেন চলাচল শুরু হয়েছে বিলোনীয়া পর্যন্ত। শুক্রবার,১৩ সেপ্টেম্বর সকালে আগরতলা থেকে বিলোনীয়ার উদ্দেশে যাত্রীবাহী ডেমো ট্রেন যাত্রা করেছে।বিলোনীয়া থেকে ফিরতি যাত্রার পর ফিরেও এসেছে আগরতলায়।
সকাল ৫-২৫ মিনিট ও ১০-৫০ মিনিটের নির্ধারিত ডেমো ট্রেন বিলোনীয়ার উদ্দেশে যাত্রা করে নির্দিষ্ট সময়ের মধ্যে আগরতলা ফিরে আসার পর দুপুর একটায় আগরতলা থেকে ছাড়ার জন্য নির্দিষ্ট ডেমো ট্রেনটি ছাড়েনি।বিলোনীয়া থেকে ফিরে আসারও প্রশ্ন ওঠেনি এই ট্রেনটির।আবার বিকাল সাড়ে চারটায় আগরতলা থেকে ছাড়ার জন্য নির্দিষ্ট ডেমো ট্রেনটি যথারীতি যাত্রা করে বিলোনীয়া পৌঁছে গেছে যথা সময়ে।সেখান থেকে রাতে নির্দিষ্ট সময় আগরতলার উদ্দেশে যাত্রা করে আগরতলা এসে পৌঁছেও গেছে।বিলোনীয়া-সাক্রমের মধ্যে এখনও যাত্রী ট্রেন চলাচল বাতিল করে রাখা হয়েছে।রাজ্যের দক্ষিণাংশের বিলোনীয়া-সাক্রম অংশে কবে যাত্রী ট্রেন চলাচল শুরু করা হবে তা এখনও স্পষ্ট নয়।রেলের প্রকৌশল শাখার তরফে বিলোনীয়া-সাক্রম রেলপথও যাত্রী ট্রেন চলাচলের উপযুক্ত বলে প্রয়োজনীয় শংসাপত্র দিয়েছে জানা গেছে। প্রকৌশল শাখার সূত্রের বক্তব্য শনিবার থেকে সাব্রুম
পর্যন্ত ডেমো ট্রেন চলাচল শুরু করা হতে পারে।সাব্রুমে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংযোগ স্থাপন হবে শুক্রবার সন্ধ্যার পর থেকেই।এদিন সন্ধ্যার পর কলকাতার শিয়ালদহ থেকে বৃহস্পতিবার সকালে ছেড়ে আসা কাঞ্চনজভযা সাক্রমে পৌঁছে গেছে।শনিবার,১৪ অক্টোবর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা পূর্ব সূচি অনুযায়ী শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে।মোট কথায় সাব্রুম
রেলপথ ২৫ দিনের মাথায় পুরোদমে সচল হবে।ফলে লাঘব হবে যাত্রী দুর্ভোগ। শনিবার থেকে সাব্রুম পর্যন্ত সব কয়টি ডেমো ট্রেন ফের চলাচল শুরু হতে পারে খবর। তবে এই বিষয়টি সংবাদ লেখার সময় পর্যন্ত চূড়ান্ত হয়নি।গত ২১ আগষ্ট প্রবল বর্ষণের কারণে আগরতলা-সাক্রম রেলপথে ভূমি ধস নেমেছে।রেলপথের গর্জি থেকে জোলাইবাড়ি এলাকায় কয়েকটি স্থানে ধস আছড়ে পড়েছে রেলপথ সংলগ্ন টিলা থেকে।তারপর আজ, নয় কাল রেলপথ সচল হবে বলে খবর মিলতে থাকে।উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগের প্রধান তথা ডিআরএম প্রেম রঞ্জন কুমার শুক্রবার,১৩ সেপ্টেম্বর থেকে আগরতলা থেকে সাক্রম পর্যন্ত ডেমো ট্রেন চলাচল শুরু হবে বলে এক প্রশ্নের উত্তরে দৈনিক সংবাদ প্রতিনিধিকে জানান। শেষ পর্যন্ত অবশ্য সাক্রম নয়, বিলোনীয়া পর্যন্ত এ দিন ডেমো ট্রেন চলাচল শুরু হয়েছে।এর সপ্তাহ খানেক আগেও সীমান্ত রেলের প্রকৌশল শাখার এক আধিকারিক সাক্রম রেলপথ সচল হবে বলে জানান। আধিকারিকদের কথার ভিত্তিতে দৈনিক সংবাদে ট্রেন চলাচল শুরুর খবর প্রকাশিত হয়।বাস্তবে রেলের আধিকারিকদের বেঁধে দেওয়া সময় অনুসারে সাক্রমে যাত্রী ট্রেন চলাচল শুরু হয়নি।হয়েছে আরও পরে।শেষ পর্যন্ত অবশ্য দেরিতে হলেও সাব্রুম সহ রাজ্যের দক্ষিণ, গোমতী এবং সিপাহিজলা জেলার রেলপথ আগরতলার পাশাপাশি কলকাতার শিয়ালদহের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে। তাতে স্বস্তি নেমেছে নিত্য রেলযাত্রী সহ বিভিন্ন অংশের মানুষের মধ্যে।এই বিষয়ে জানতে চেয়ে দৈনিক সংবাদের তরফে যোগাযোগ করা হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগের প্রধান তথা ডিআরএম প্রেম রঞ্জন কুমারের সঙ্গে তিনি প্রতিবেদককে জানান শুক্রবার রাত থেকে সাব্রুম ফের রেলপথে সংযুক্ত হয়েছে।সাব্রুম পর্যন্ত যাত্রীট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।তার বক্তব্য বর্ষণে বিপর্যস্ত রেলপথ প্রাথমিকভাবে যাত্রীট্রেন চলাচলের উপযুক্ত করা হয়েছে।তবে পুরো কাজ শেষ করতে আরও মাসখানেক সময় লাগবে বলে উল্লেখ করেন শ্রীকুমার।