সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের গ্রুপ এ, গ্রুপ বি,গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়োগনীতির নির্দেশিকা অনুযায়ী হচ্ছে। অবাক করার বিষয় হলো রাজ্য সরকারের নতুন নিয়োগনীতির নির্দেশিকাকে অর্থ দপ্তরের অধীনে সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে মান্যতা দিল না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন।এমনকী রাজ্য সরকার এই বিষয়ে একের পর এক নির্দেশ দিলেও তা মানছে না টিপিএসসি কর্তৃপক্ষ। তবে কোন্ ক্ষমতা বলে এসব করেছে, টিপিএসসি কর্তৃপক্ষ, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অথচ রাজ্য সরকারের সাথে টিপিএসসি কর্তৃপক্ষের এই রেষারেষিতে বিপাকে পড়েছে রাজ্যের বেকার। শুধু তাই নয়, রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষোভও চরমে উঠেছে।
মহাকরণ সূত্রে খবর, সম্প্রতি ত্রিপুরা লোকসেবা আয়োগ কর্তৃপক্ষের তরফে অর্থ দপ্তরের অধীনে ৩৯ টি পদে সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে মহিলা সংরক্ষিত পদ ১৪টি, এসসি সংরক্ষিত পদ ৬টি, এসটি সংরক্ষিত পদ ১৩ টি, ইউআর সংরক্ষিত পদ, ২০ টি। একইভাবে মহিলাদের জন্য ইউ আর সংরক্ষিত পদ ৭ টি, এসসি-সংরক্ষিত ২ টি এবং এসটি সংরক্ষিত পদ ৫ টি। এই ৩৯ টি পদের জন্য আবেদন সংগ্রহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। এ পর্যন্ত সব ঠিকই ছিল।
তবে সাব ইনস্পেক্টর এক্সাইজ পদে আবেদনের যোগ্যতা বিজ্ঞানে স্নাতক এবং বিই ও বিটেক ডিগ্রি স্নাতক বেঁধে দিয়েছে টিপিএসসি কর্তৃপক্ষ। এই যোগ্যতা ব্যাতীত কেউ সাব ইনস্পেক্টর এক্সাইজ পদের জন্য আবেদন করতে পারবে না বলছে ত্রিপুরা লোকসভা আয়োগ।এনিয়ে বেকারদের ক্ষোভ উগরে পড়ল রাজ্য মহাকরণে।এর মূলে ২০১৮ সালে গৃহিত বেকার স্বার্থে রাজ্য সরকারের নতুন নিয়োগনীতি।
অথচ রাজ্য সরকারের নতুন নিয়োগনীতি অনুযায়ী বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ এবং এরপর বিজ্ঞানে স্নাতক ও বিজ্ঞানে কারিগরি ডিগ্রি উত্তীর্ণ সকল স্তরের বেকারের এই সাব ইনস্পেক্টর এক্সাইজ পদে আবেদনের সুযোগ প্রদানের নির্দেশিকা রয়েছে। যা বর্তমানে লঙ্ঘন হচ্ছে। অবাক করার বিষয় হল সাব ইনস্পেক্টর এক্সাইজ পদে একটি নির্দিষ্ট সময় চাকরির পর তাদের টিসিএস গ্র্যাড টু পদে পদোন্নতি প্রদান হয়। আর টিসিএস পদে চাকরি যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হচ্ছে। আর সাব ইনস্পেক্টর এক্সাইজ পদে চাকরি শুধু বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের সীমাবদ্ধ রাখতে ব্যস্ত টিপিএসসি কর্তৃপক্ষ।
বেকার যুবক যুবতীদের অভিযোগ, ২০২২ সালে টিপিএসসি পরিচালিত সাব ইনস্পেক্টর এক্সাইজ পদের নিয়োগে স্নাতক স্তরে কারিগরি এবং পেশাদারি ডিগ্রি উত্তীর্ণদেরও সুযোগ প্রদান হয়েছে। অথচ ২০২৫ সালে এসে আবার রাজ্য সরকারের নিয়োগনীতিকে আড়ালের মাধ্যমে বিজ্ঞানে স্নাতক এবং বিই ও বিটেক ডিগ্রিধারী স্নাতকদের সুযোগ প্রদানে মাঠে নেমেছে ত্রিপুরা পাবলিক কমিশন। অথচ নীরব দর্শক রাজ্য সরকার এবং অর্থ দপ্তর বলে, অভিযোগ উঠেছে।
বেকারদের দাবি এই পদের জন্য নতুন নিয়োগনীতি মোতাবেক দ্বাদশে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হবার পর। যে সব সব বেকার আয়ুর্বেদিক মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন, বি ফার্মা, এম ফার্মা, মৎস বিজ্ঞান, পশু চিকিৎসা বিজ্ঞান, এমটেক, এমবিবিএস, এমবিএ, বিডিএস সহ অন্যান্য ডিগ্রি উত্তীর্ণ। তাদেরও আবেদনের সুযোগ প্রদান করতে হবে। যা বর্তমানে হচ্ছে না। এ নিয়ে বেকাররা আদালতে যাচ্ছে বলে খবর। এভাবেই রাজ্যের বেকারদের ঠকানো হচ্ছে।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

18 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

18 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

18 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

18 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

18 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago