মহকুমার সালেমার প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ায় প্রাদুর্ভাব ঘটেছে। সাত জনকে ভর্তি করানো হোয়েছে হাসপাতালে।
সালেমা অঞ্চলের আশাপূর্ণ রোয়াজা পাড়া, মেনদি ও সিম্বুচাকে এই রোগ দেখা গেছে। ১ জুন আধিকারিক সালেমা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আসে । এরা সবাই জ্বরে আক্রান্ত । রক্ত পরীক্ষা করার পর দেখা যায় এদের মধ্যে সাত জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের চিকিৎসক পল্লবী দাসের সাথে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার তিনি জানান সাত জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন জনকে বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতালে কুলাইয়ে পাঠানো হয়েছে । ডা . পল্লবী দাস জানান এদের মধ্যে দুই জন শিশু । ইতিমধ্যে গ্রামে গ্রামে রক্ত পরীক্ষা করা শুরু হয়ে গেছে বলে তিনি জানান।
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…
অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…