Categories: দেশ

সাসপেন্ড করা হল পার্থকে

এই খবর শেয়ার করুন (Share this news)

জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই । অবশেষে মন্ত্রিত্ব থেকে চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার । শুধু তাই নয় , এদিন বিকেলেই দলেরও সমস্ত পদ থেকে ‘ সাসপেণ্ড ‘ করা হয়েছে পার্থকে । গত শনিবার পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে এই জল্পনা বারেবারেই সামনে আসছিল যে , মন্ত্রিত্ব থেকে সরানো হতে পারে পার্থকে । আগেই দুটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে , দলের কোনও নেতা কোনও অপরাধ করলে তাকে রেয়াত করা হবে না । দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ।

পার্থকে সরানোর সিদ্ধান্ত নেওয়ার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন , পার্থের অধীন তিনটি দপ্তরই আপাতত তার হাতে থাকবে । পার্থকে সরানো হয়েছে রাজভবনের অনুমোদন অনুযায়ী । সেই মর্মেই বিজ্ঞতি জারি করেছে নবান্ন । অর্থাৎ প্রচলিত নিয়ম অনুযায়ী , মুখ্যমন্ত্রী মমতা রাজ্যপালকে জানিয়েছেন , পার্থকে আর মন্ত্রিত্বে রাখা হচ্ছে না । তার অধীন দপ্তরগুলি ( শিল্প পরিষদীয় এবং তথ্য প্রযুক্তি ) মুখ্যমন্ত্রীই দেখবেন । মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনে রাজ্যপালের তরফে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয় । তারপরেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে নবান্ন । বৃহস্পতিবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যের ।

এসএসসি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ইডি হেপাজতে থাকা পার্থকে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে কি সেখানে কোনও আলোচনা করবেন মমতা ? কিন্তু ওই বৈঠকে মমতা পার্থকে নিয়ে কোনও কথাই বলেননি । মাত্র ১৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক শেষ হয়ে যায় । নবান্ন সূত্রের খবর , মন্ত্রিসভার বৈঠকে ওই বিষয়ে আলোচনা হওয়ার কিছু ছিল না । বৈঠকের আলোচ্যসূচিতেও বিষয়টি ছিল না । কারণ , রাজভবনকে বৃহস্পতিবার সকালেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল । মন্ত্রিসভার বৈঠকের পর প্রকাশ্যে কিছু না বললেও পরে ‘ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড ’ – এর বৈঠকে নতুন করে মন্ত্রিসভা গঠনের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।

মমতা বলেন , ‘ পার্থদার কাছে যে যে দপ্তরগুলি ছিল সেগুলি আপাতত আমার কাছে থাকছে । হয়তো কিছুই করব না কিন্তু যতক্ষণ না নতুন করে মন্ত্রিসভা গঠন করছি ততক্ষণ এই দপ্তরগুলি আমার কাছে থাকবে । মমতার কথায় , ‘ পার্থদাকে রিলিফ দিয়েছি । ‘ এদিন দলীয় বৈঠকের শেষে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন , দলের মহাসচিব , দলীয় মুখপত্রের সম্পাদক , শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য সহ দলের পাঁচটি পদ থেকেই সাসপেও হয়েছে পার্থ চট্টোপাধ্যায় । দলের পরবর্তী মহাসচিব কে হবেন সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি ।

অভিষেক এটা স্পষ্ট করে দিয়েছেন যে , দল ব্যক্তিগত কারও অপরাধের কোনও দায় নেবে না । তিনি বলেন , ‘ তদন্ত যতদিন না শেষ হবে , ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেণ্ড থাকবেন । উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলে কোনও আপস করে না তৃণমূল । যদি কেউ অন্যায় করে থাকেন বলে প্রমাণিত হয় , তৃণমূল তাকে ছেড়ে দেবে না । ‘ তার যুক্তি , ওই টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । ব্যক্তিবিশেষের বাড়ি থেকে ওই টাকা পাওয়া গিয়েছে ।

অভিষেক এও দাবি করেন যে , ভারতে এমন আর একটিও রাজনৈতিক দল নেই যারা ছ’দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে । পাশাপাশি ইডির ভূমিকা ‘ পক্ষপাতদুষ্ট ’ বলেও অভিযোগ তুলেছেন অভিষেক । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে যে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে সেই দাবিও করেছেন তিনি । পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে বিজেপি এই ছবিও সামনে আনে যে , মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে অর্পিতাকে । এ নিয়ে আজ অভিষেক বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে কাউকে দেখা গেলেই কিছু প্রমাণিত হয় না ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তো নীরব মোদির ছবি দেখা গিয়েছে । কেন্দ্রীয় সরকারের কাছে অভিষেকের প্রশ্ন , ‘ এত টাকা কলকাতা পর্যন্ত কীভাবে এসে পৌঁছল ? অভিষেকের আরও বক্তব্য , ‘ বিরোধী দলনেতার ( শুভেন্দু অধিকারী ) বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ । কিন্তু তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা তার দল নেয় না । বিজেপিতে আছেন বলে তাকে ছাড় দেওয়া হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকলের বিরুদ্ধে একই ব্যবস্থা নিক । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অন্যায়ের সঙ্গে আপস করেন না । ’ অভিষেক বলেন , ‘ প্রতিদিন ব্যাঙ্ক থেকে একশো কোটি টাকা করে লুঠ হচ্ছে । বিজেপি কী নির্মলা সীতারামনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ? আক্রমণাত্মক ভঙ্গিতে অভিষেক বলেন , ‘ কেউ বিজেপিতে যোগ দিলেই ধোওয়া তুলসীপাতা , ওয়াশিং মেশিনে বেরিয়ে গেলেন । যে কোনও তদন্ত নিরপক্ষে হোক ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

18 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

18 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

19 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

19 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

19 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago