Categories: বিদেশ

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক আনি ইয়াগনু

এই খবর শেয়ার করুন (Share this news)

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক আনি ইয়াগনু । বৃহস্পতিবার নোবেল কমিটি এই ঘোষণা করে । চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি নাগরিক আনি ইয়াগনু । সুইডিশ একাডেমি স্টকহোমে স্থানীয় সময় বুধবার দুপুর ১ টায় ২০২২ সালে সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে । আনি ইয়াগনু তার লেখায় ‘ সাহস এবং ক্লিনিক্যাল তীক্ষ্ণতার ’ সমাবেশ ঘটিয়েছেন এবং যার সাহায্যে তিনি তার ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা , সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি । এ ছাড়া তিনি তার লেখায় ধারাবাহিকভাবে বিভিন্ন কোণ থেকে লিঙ্গ , ভাষা এবং শ্রেণি ইত্যাদি ক্ষেত্রে শক্তিশালী বৈষম্য চিহ্নিত করে জীবনকে পরীক্ষা করে দেখেছেন । ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে । পেয়েছেন সব মিলিয়ে ১১৯ জন । প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যথাক্রমে ১৯১৪ , ১৯১৮ এবং ১৯৪০ ১৯৪১ , ১৯৪২ ও ১৯৪৩ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি । এর বাইরেও ১৯৩৫ সালেও সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি । নোবেল পুরস্কারের অন্যান্য শাখায় পুরস্কার একই সঙ্গে একাধিক ব্যক্তির মধ্যে বিভাজিত হতে দেখা গেলেও সাহিত্যের বেলায় বিষয়টি বেশ দুর্লভ । এখন পর্যন্ত মাত্র চারবার পুরস্কারটি দুজন করে বিজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে । এ ছাড়া সবচেয়ে কমবয়সী হিসেবে সাহিত্যে নোবেল জেতেন রুডিয়ার্ড কিপলিং । ১৯০৭ সালে যখন তিনি তার ‘ দ্য জাঙ্গল বুক ’ বইয়ের জন্য নোবেল পুরস্কার জেতেন তখন তার বয়স মাত্র ৪১ বছর । সাহিত্যে মহিলা বিজয়ীদের সংখ্যাও বেশ কম । ১৯০৪ সালে সেলমা লাগেরলফ প্রথম নারী হিসেবে নোবেল জেতেন । এরপর বিভিন্ন সময়ে গ্রাজিয়া দালেদা , সিগ্রিড আন্ডেস্ট , পার্ল বাক , গ্যাব্রিয়েলা মিস্ত্রাল , নেলি সাঁচ , নাদিন গার্ডিমার , টনি মরিসন , উইস্লাওয়া সিম্বরস্কা , ডোরিস লেসিং , হেটা মুলার , এলফ্রিডে এলিনেক , এলিস মুনরো , স্ভেৎলানা এলেক্সিয়েভিচ ওলগা তেগারচুক এবং ২০২০ সালে লুইস গ্লুক সর্বশেষ মহিলা হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মধুমেয় রোগ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন!!

ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…

10 hours ago

রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং…

11 hours ago

বিজেপি জমানায় রাজ্যে কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ : কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এই সরকারের…

11 hours ago

দর্শনধারী!!

গুণ-বিচার পরে, আগে তো দর্শনধারী!এই আপ্তবাক্য আজকের ডিজিটাল জেট যুগে একেবারে সর্বাংশে সত্য। দর্শন অথে…

11 hours ago

বিলোনীয়ায় স্টপেজ দাবি উপেক্ষিত, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-ডবলইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস…

1 day ago

দেবভূমিতে গভীর খাদে বাস,, মৃত্য ২০!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে…

1 day ago