Categories: বিদেশ

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক আনি ইয়াগনু

এই খবর শেয়ার করুন (Share this news)

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক আনি ইয়াগনু । বৃহস্পতিবার নোবেল কমিটি এই ঘোষণা করে । চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি নাগরিক আনি ইয়াগনু । সুইডিশ একাডেমি স্টকহোমে স্থানীয় সময় বুধবার দুপুর ১ টায় ২০২২ সালে সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে । আনি ইয়াগনু তার লেখায় ‘ সাহস এবং ক্লিনিক্যাল তীক্ষ্ণতার ’ সমাবেশ ঘটিয়েছেন এবং যার সাহায্যে তিনি তার ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা , সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি । এ ছাড়া তিনি তার লেখায় ধারাবাহিকভাবে বিভিন্ন কোণ থেকে লিঙ্গ , ভাষা এবং শ্রেণি ইত্যাদি ক্ষেত্রে শক্তিশালী বৈষম্য চিহ্নিত করে জীবনকে পরীক্ষা করে দেখেছেন । ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে । পেয়েছেন সব মিলিয়ে ১১৯ জন । প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যথাক্রমে ১৯১৪ , ১৯১৮ এবং ১৯৪০ ১৯৪১ , ১৯৪২ ও ১৯৪৩ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি । এর বাইরেও ১৯৩৫ সালেও সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি । নোবেল পুরস্কারের অন্যান্য শাখায় পুরস্কার একই সঙ্গে একাধিক ব্যক্তির মধ্যে বিভাজিত হতে দেখা গেলেও সাহিত্যের বেলায় বিষয়টি বেশ দুর্লভ । এখন পর্যন্ত মাত্র চারবার পুরস্কারটি দুজন করে বিজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে । এ ছাড়া সবচেয়ে কমবয়সী হিসেবে সাহিত্যে নোবেল জেতেন রুডিয়ার্ড কিপলিং । ১৯০৭ সালে যখন তিনি তার ‘ দ্য জাঙ্গল বুক ’ বইয়ের জন্য নোবেল পুরস্কার জেতেন তখন তার বয়স মাত্র ৪১ বছর । সাহিত্যে মহিলা বিজয়ীদের সংখ্যাও বেশ কম । ১৯০৪ সালে সেলমা লাগেরলফ প্রথম নারী হিসেবে নোবেল জেতেন । এরপর বিভিন্ন সময়ে গ্রাজিয়া দালেদা , সিগ্রিড আন্ডেস্ট , পার্ল বাক , গ্যাব্রিয়েলা মিস্ত্রাল , নেলি সাঁচ , নাদিন গার্ডিমার , টনি মরিসন , উইস্লাওয়া সিম্বরস্কা , ডোরিস লেসিং , হেটা মুলার , এলফ্রিডে এলিনেক , এলিস মুনরো , স্ভেৎলানা এলেক্সিয়েভিচ ওলগা তেগারচুক এবং ২০২০ সালে লুইস গ্লুক সর্বশেষ মহিলা হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

14 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago