অভিযোগ রাজ্যে পালা বদলের পর গত সাড়ে বছরে রাজ্য সাঁতারে এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে । রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পাশাপাশি ত্রিপুরা ক্রীড়া পর্ষদের নতুন কমিটি গঠন হলেও রাজ্য সাঁতারের কোন উন্নতি হয়নি বলা চলে । রাজ্য মন্ত্রিসভার এক প্রভাবশালী মন্ত্রীকে মাথায় রেখে ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হলেও আদতে সুইমিংয়ের কোনও উন্নতি ও প্রসার হয়নি গত সাড়ে চার বছরে । এমনকি গত সাড়ে চার বছরের এই সময়ে একবার – ই রাজ্য আসর হয়েছে । এছাড়া সুইমিংয়ে মহকুমা ও জেলাস্তরের আর কোনও কম্পিটিশন হয়নি বা সুইমিং এ নতুন করে ছেলে মেয়ে সাঁতারু তৈরি করা হয়নি । এর জন্য রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের পুরোপুরি ব্যর্থতা বলে মনে করছেন ক্রীড়ামহল । আর তাদের এই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজ্যে গজিয়ে উঠা অবৈধ সুইমিং অ্যাসোসিয়েশনের নামধারী কিছু লোক বাঁকা পথে জাতীয় আসরে টিম পাঠিয়ে দিচ্ছে । যেখানে দিবা নিদ্রায় ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশন । জানা গেছে এবারও সেই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজ্যের একটা চক্র বাঁকা পথে গুয়াহটিতে অনুষ্ঠিত হতে চলা এক জাতীয় আসরে টিম পাঠিয়ে দিয়েছে । যতদূর খবর আগামীকাল থেকে গুয়াহাটিতে পাঁচদিনের জাতীয় সিনিয়র সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে যা ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । জানা গেছে , উদয়পুর থেকে ১৫ জন সাঁতারুকে নিয়ে একটি টিম গঠন করে গুয়াহাটিতে জাতীয় আসরে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে । তবে এই বিষয়ে ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ না ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশন কারোর কাছে কোনও খবর রয়েছে । এমনকি রাজ্যের অনেক সিনিয়র সাঁতারুদের কাছে এনিয়ে কোন খবর নেই । রাজ্যের প্রাক্তন ও বর্তমান সিনিয়র সাঁতারুদের অভিযোগ , ক্রীড়া দপ্তর , ত্রিপুরা ক্রীড়া পর্ষদ ও ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের ব্যর্থতার কারণে রাজ্যে সাঁতারে গত সাড়ে চার বছরে এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে । ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশন নামেই রয়েছে । গত সাড়ে চার বছরে অ্যাসোসিয়েশনে কোন অ্যাক্টিভিটিস নেই । অনেকেরই বক্তব্য যে স্বশাসিত ক্রীড়াসংস্থাগুলোর কাজ কর্মের উপর নজরদারি ও তাদের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে নিয়মিত খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ত্রিপুরা ক্রীড়াপর্ষদের । তবে এনিয়ে নাকি কোন হেলদোল নেই ত্রিপুরা ক্রীড়া পর্ষদের । এক সময় রাজ্য সুইমিং একটা ভালো জায়গায় ছিলো । জাতীয়স্তরে সাফল্য ছিলো । তবে বর্তমানে রাজ্যের সুইমিং সেই আগের জায়গায় নেই । যদিও রাজ্যে বহু প্রতিভাবান সাঁতারু রয়েছে । তাদের তুলে আনার ক্ষেত্রে কোনও রকম উদ্যোগ নিচ্ছে না অ্যাসোসিয়েশন । গত সাড়ে চার বছরে সুইমিংয়ের কোনও কম্পিটিশন ঠিকভাবে হচ্ছে না । জাতীয় স্তরের বিভিন্ন আসরে টিম পাঠানোর তরফে অ্যাসোসিয়েশন কোনও উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না । আর এতে করে রাজ্যের প্রকৃত সাঁতারুরা বঞ্চিত হচ্ছে । আর তার সুযোগ নিয়ে বাঁকা পথে একটা চক্র বিভিন্ন সময় জাতীয় স্তরের বিভিন্ন আসরে টিম পাঠিয়ে দিচ্ছে । এবারও সেই কায়দায় গুয়াহাটিতে জাতীয় সিনিয়র আসরে উদয়পুর থেকে কয়েকজন সুইমারকে নিয়ে টিম করে পাঠিয়ে দেওয়া হয় ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…