Categories: বিদেশ

সাড়ে ৫ ইঞ্চি পুরু জিভ, গিনেস রেকর্ড তরুণীর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সাড়ে ৫ ইঞ্চি পুরু জিভ!এই জিভের পুরুত্ব একটি টেবিল টেনিস বলের পরিধিকেও হার মানায়।এমন অ-স্বাভাবিক পুরু জিভ নিয়ে আজন্ম অস্বস্তি আর জড়তার মধ্যে জীবন কেটেছে ইটালির মেয়ে আমব্রা কোলিনার।এবার সেই পুরু জিভের কারণেই তিনি গড়লেন বিশ্ব রেকর্ড, নাম তুলে ফেললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। জিভের ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সি কোলিনা জানান,এক সময় দীর্ঘ জিভের পুরুষ হিসেবে বিশ্ব রেকর্ড করা বার্নেসের ছবি দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন।এর পরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে
নাম লেখানোর বিষয়টি তার মাথায় আসে।এর জন্য চেষ্টা শুরু করেন তিনি।এক পর্যায়ে এসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোলিনা আবেদন করেন।
আবেদন করার পর শুরু হয় মাপজোক।কোলিনা প্রকৃতই বিশ্ব রেকর্ড করেছেন কি না, গিনেস বুক কর্তৃপক্ষের তরফে সে ব্যাপারে নিশ্চিত হতে তার জিভ তিন বার পরিমাপ করেন চিকিৎসকেরা।তিনবারের পরিমাপ গড় করে তার জিভের যে পুরুত্ব পাওয়া যায়, সেটিকেই চূড়ান্ত ধরা যায়।সেই অনুযায়ী আমব্রা কোলিনার জিভের পরিধি তথা পুরুত্ব ৫.৪৪ ইঞ্চি (১৩.৮৩ সেন্টিমিটার)।এই মাপকেই স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
কোলিনার আগে সবচেয়ে পুরু জিভের মহিলার রেকর্ডটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের বাসিন্দা জেনি ডু-ভান্ডারের দখলে।তার জিভ ছিল ৫.২১ ইঞ্চি পুরু।এবার জেনির রেকর্ডই ভেঙে দিয়েছেন কোলিনা।গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, আগের রেকর্ডধারিণী জেনির চেয়ে কোলিনার জিভের পরিধি অর্ধ সেন্টিমিটারের বেশি।
প্রসঙ্গত, একটি টেবিল টেনিস বলের পরিধি তথা পুরুত্ব ৪.৯৪ ইঞ্চি।সেখানে কোলিনার জিভের পুরুত্ব ৫.৪৪ ইঞ্চি।এক সাক্ষাৎকারে এই তরুণী বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পাওয়া নায়ক- নায়িকাদের কীর্তি-কলাপের খবর রাখতাম।এমনকি, তাদের অনুসরণ করার চেষ্টা করতাম।সেই আমি গিনেস রেকর্ডের অংশ হয়েছি, এখনও আমার অবিশ্বাস্য লাগছে।
উল্লেখ্য,পুরু জিভের পুরুষেরাও আলাদা করে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন।সবচেয়ে পুরু জিভের পুরুষের রেকর্ড বর্তমানে বেলজিয়ামের নাগরিক সাচা ফেইনারের দখলে।তার জিব ৬.৬৯ ইঞ্চি পুরু। অর্থাৎ ফেইনারের জিব কোলিনার চেয়ে ১ ইঞ্চির বেশি পুরু।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

20 mins ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

39 mins ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

1 hour ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

2 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

2 hours ago

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

4 hours ago