সিইও সহ শীর্ষ আধিকারিকদের জেলা সফর!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তর জেলা সফরে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে. কে সিনহা, পুলিশের মহা নির্দেশক অভিতাভ রঞ্জন, অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক সৌরভ ত্রিপাঠী। মঙ্গলবার জেলার ধর্মনগর সার্কিট হাউসে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নাগেশ কুমার বি এবং জেলা পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কের সাথে প্রশাসনিক বৈঠক করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানিয়েছেন, ভোট পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আগামী ২ মার্চ শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা সম্পন্ন করতে এই বৈঠক করা হয়েছে। উত্তর জেলাকে বিগত দিনের মতো শান্তিপূর্ণ রাখাতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।